বন্দরে বিআরটিসি'র কাউন্টার ভাংচুর ও লুটপাটসহ দখল দারিত্বের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বৈধ ইজারাদার এহসান উদ্দিন সাগর। সোমবার (২৭ জানুয়ারী)  বিকেল ৫টায় বন্দর বাজারস্থ কে কে টাওয়ারে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে এহসান উদ্দিন সাগর বলেন, আমি মুক্তারপুর টু ঢাকা রুটে বি আরটিসির বৈধ ইজারাদার। ৫লাখ টাকা জামানত দিয়ে এই লাইনের পারমিশন এনেছি।

যেখানে আমি এই লাইনের মালিক সেখানে আমার লাইনের কাউন্টারে আমি ভাংচুর করতে যাবো কেন আমি লুটপাট করতে যাবো কেন? 

একটি চক্র আমার লাইনটাকে দখলে নেয়ার পাঁয়তারা চালাচ্ছে।  মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ফাঁসাতে চাইছে।  

সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ রইল দয়া করে সত্য তথ্য যাচাইথবাছাই করে তারপর নিউজ করবেন তাতে প্রকৃত ক্ষতিগ্রস্থরা বিচার পাবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন

জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

রবিবার (২ মার্চ) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় সংগঠনটির কেন্দ্রীয় সংসদ ও ঢাবি শাখার সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং ঢাবি সংসদের আহ্বায়ক আব্দুল কাদের। এ সময় কেন্দ্রীয় ও ঢাবি সংসদের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

বিএনপির সভায় গিয়ে আহত ঢাবির সাবেক শিক্ষকের মৃত্যু

‘দায় ও দরদের রাজনীতি প্রতিষ্ঠা করবে গণতান্ত্রিক ছাত্র সংসদ’

ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ কার্যকর করতে হবে। আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে দখলদারিত্বের রাজনীতি হতে দেখেছি। দখলদারিত্বের রাজনীতি নয়, আমরা শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাই। আমাদের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করবে।”

গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন উপলক্ষে আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা জাতীয় পতাকা উত্তোলন করি এবং জাতীয় সংগীত পরিবেশন করি।”

তিনি আরো বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নতুন ধারার ছাত্র রাজনীতি করবে, যা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়বান্ধব। নতুন বাংলাদেশে আমাদের সংগঠন কাজ করে যাবে, যাতে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক হয়ে ওঠে।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র সংসদের পতাকা উত্তোলন