২৮ অক্টোবর খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা: গোলাম পরওয়ার
Published: 27th, January 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘‘২৮ অক্টোবরে ঢাকার পল্টনের সমস্ত খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা। তার নির্দেশে লগি-বৈঠা দিয়ে ৭ জনকে সাপের মতো করে পিটিয়ে হত্যা করেছিল। তারা মৃতদেহের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল।’’
সোমবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরার পাটকেলঘাটা ফুটবল ময়দানে তালা উপজেলা জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীকে হত্যা করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকারের শেষ দিন রাজপথে দিনভর তাণ্ডব চালায় আওয়ামী লীগ। রাজপথে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার পর সেই লাশের ওপর নৃত্যের ঘটনা দেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা, যা নিয়ে দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে।
আরো পড়ুন:
সাংবাদিক তুরাব হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা দস্তগীর বরখাস্ত
খুবির অর্ণব হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি সতীর্থদের
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘খুনি হাসিনার নির্দেশ লগি-বৈঠা দিয়ে হত্যার পর বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলে।’’
গোলাম পরওয়ার বলেন, ‘‘আমরা ১৭ বছর ইতিহাসের কালো যুগ পার করেছি। অর্থনৈতিক নিপীড়ন, রাজনৈতিক নির্যাতন, বিচার ব্যবস্থায় বৈষম্য করে জুলুম কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অচেষ্টা করা হয়। সব কিছুকে ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি, একদল, এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসনের জন্য ফ্যাসিবাদ পয়দা হয়েছিল। আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না। ভোটাধিকার ছিল না। হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা ষড়যন্ত্র টের পাচ্ছেন? আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতেন, ঠিক সেই ভাষায় সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা বলা শুরু হয়ে গেছে।’’
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো.
ঢাকা/শাহীন/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসল ম আওয় ম
এছাড়াও পড়ুন:
ঈদ আনন্দমিছিলে মূর্তি প্রদর্শনীর ঘটনায় ‘মর্মাহত’ জামায়াতে ইসলামী
সরকারি তত্ত্বাবধানে ঢাকায় ঈদ আনন্দমিছিলে মূর্তি প্রদর্শনীর ঘটনায় গভীরভাবে মর্মাহত হয়েছে জামায়াতে ইসলামী। দলটি ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণের নিন্দা জানিয়ে বলেছে, এ ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার গত বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে পতিত আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সাধারণ মানুষের মাঝে ঈদ নিয়ে আলাদা ধরনের উৎসাহ-উদ্দীপনা ছিল না। এবারের ঈদ সবার মধ্যেই যেন প্রকৃত ঈদ হয়ে ফিরে এসেছে। সরকারি উদ্যোগে সুলতানি আমলের মতো করে ঈদ উদ্যাপন আমাদের জীবনে আনন্দের নতুন মাত্রা তৈরি করেছে। কিন্তু ঢাকায় ঈদ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক নিয়ে অংশগ্রহণ আমাদের গভীরভাবে মর্মাহত করেছে।’
গোলাম পরওয়ার বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র উৎসব। ইসলাম ধর্মে মূর্তি, প্রতিমা বা কোনো দৃশ্যমান অবয়বের মাধ্যমে ধর্মীয় আনন্দ প্রকাশের অনুমতি দেয় না। ইসলামের ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই, যেখানে রাসুল (সা.), সাহাবা বা পরবর্তী খলিফারা ঈদ উদ্যাপনে মূর্তি বা প্রতিমা বহন করেছেন।
সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘ঈদ আমাদের ধর্মীয় আবেগের বিষয়। একে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামি ঐতিহ্যের বাইরে গিয়ে ঈদ আনন্দমিছিলকে ঘিরে সরকারি উদ্যোগে প্রতিমা সংস্কৃতি অন্তর্ভুক্তির প্রচেষ্টা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনা ইসলামের মৌলিক শিক্ষা ও ঈদের পবিত্রতার পরিপন্থী।’
বিবৃতিতে ঈদ আয়োজনে অপ্রয়োজনীয় এই বিতর্ক সৃষ্টিকারীদের বিষয়ে অনুসন্ধান করে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।