ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২ হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় দাওয়াহ সোসাইটির উদ্যোগে মুক্ত মঞ্চে এ কুরআন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড.
এছাড়াও উপস্থিত ছিলেন লন্ডন আল কুরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ইউসুব আলী প্রমুখ।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমি দাওয়াহ সোসাইটিকে ধন্যবাদ জানাই এরকম একটি আয়োজনের জন্য। কুরআন মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছে। কুরআন মানুষকে সত্য পথ দেখাবে। সব অন্যায় খারাপ কাজ থেকে দূরে রাখবে। কুরআন নাজিল হয়েছে বোঝার জন্য। আমাদের মুসলমান মুত্তাকী হওয়ার জন্য কুরআন বোঝা অপরিহার্য।”
তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ নামে একটি বিভাগ আছে। আমি আশা করি, এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কুরআন শিক্ষা দিবে। কুরআনই একমাত্র কিতাব, যা মানুষ না বুঝেও পড়ে। এটা কুরআনের প্রতি ভালোবাসা। তোমরা সবাই কুরআন বুঝে পড়বে এবং সে অনুযায়ী আমল করবে।”
ঢাকা/তানিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক রআন ব র জন য
এছাড়াও পড়ুন:
গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম
গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকালের গোয়ালন্দ প্রতিনিধি আজু শিকদার এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের রাজবাড়ী সংবাদদাতা শহিদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
একমাত্র সহ-সভাপতি পদে প্রত্যক্ষভাবে ভোট গ্রহণ করা হয় এবং অন্য সব পদে একক প্রার্থী থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ সাধারণ সম্পাদক পদে নয়াদিগন্তের গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মেহেদুল হাসান আক্কাস, কোষাধ্যক্ষ পদে দৈনিক আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, দপ্তর সম্পাদক পদে গণমুক্তির গোয়ালন্দ প্রতিনিধি সাইফুর রহমান পারভেজ এবং প্রচার সম্পাদক পদে আজকালের খবর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে সরাসরি ভোট গ্রহণ করা হয়। এতে ১৮ ভোটের মধ্যে সর্বোচ্চ ১৩ ভোট পেয়ে জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের রাজবাড়ী প্রতিনিধি মো. নজরুল ইসলাম। ১২ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি আমিনুল ইসলাম রানা।