সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যকার সংঘাতময় পরিস্থিতির অবসানে তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন এবং দ্রুত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সোমবার (২৭ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এ আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের সংকট সমাধানে অবিলম্বে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটিকে আরো তৎপর হতে হবে। আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজে কোন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নেবে না। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ায় যেন শিক্ষার্থীদের কোন ধরনের বিড়ম্বনা তৈরি না হয়, সেটা মাথায় রেখে উদ্যোগ গ্রহণ করতে হবে। যাতে নতুন করে সংকট তৈরি না হয়।

নেতৃবৃন্দ আরো বলেন, গতকাল রবিবার যে সংঘাতময় পরিস্থিতির উদ্ভব হয়েছে তা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত ছিল। যেকোন যৌক্তিক দাবি উত্থাপনের পরিবেশ থাকা জরুরি। প্রশাসনের উচিত ছিল শিক্ষার্থীদের দাবিগুলো সহমর্মিতা ও সহনশীলতার সঙ্গে শোনা এবং সংকট সমাধানের কার্যকরি উদ্যোগ নেওয়া। কিন্তু হয়েছে তার উল্টো।

তারা বলেন, উদ্ভূত পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে যারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দেখলাম গতকাল রবিবার যথাযথ সহনশীলতার পরিচয় না দিয়ে পুরোনো কায়দায় পুলিশি হামলা করে আন্দোলন দমনের চেষ্টা হয়েছে, ছাত্রদের আহত করা হয়েছে। এ পুলিশি হামলার বিচার করতে হবে এবং আহতদের চিকিৎসার দায়ভার প্রশাসনকে নিতে হবে।

সাত কলেজের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে তারা আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। ছাত্রদের সঙ্গে ছাত্রদের মুখোমুখি অবস্থান এ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী। আমরা জাতীয় সব সমস্যায় ঐক্যবদ্ধ থেকে লড়াই গড়ে তুলেছি। ফলে নিজেদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব তৈরি করা উচিত নয়। এ দ্বন্দ্ব থেকে স্বার্থান্বেষীদের স্বার্থসিদ্ধি যেন না হয়, সে বিষয়ে সবার সচেতন থাকতে হবে।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ত কল জ

এছাড়াও পড়ুন:

চরাঞ্চলের ভাগ্য বদলাবে বাকৃবি উদ্ভাবিত নতুন তিন পদ্ধতি

বাংলাদেশের চরাঞ্চলের মাটি সাধারণত বেলে বা বেলে-দোঁয়াশ প্রকৃতির, যা পানির ধারণক্ষমতা ও জৈব পদার্থের পরিমাণ কম। পাশাপাশি, সেচের সমস্যা, আকস্মিক বন্যা, খরা ও আধুনিক প্রযুক্তির অভাবে চরাঞ্চলের কৃষি উৎপাদনশীলতা তুলনামূলক কম।

তবে এসব প্রতিকূলতা মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের একদল গবেষক।

গবেষকরা নতুন তিন শস্যবিন্যাস পদ্ধতির মাধ্যমে একই জমিতে বছরজুড়ে তিন ধরনের ফসল উৎপাদনের মাধ্যমে সাফল্য পেয়েছেন। এতে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জন্য লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর গুজিমারী এলাকায় এ গবেষণা পরিচালিত হচ্ছে। 

আরো পড়ুন:

কাশিয়ানীতে ৫ মাসে ২৩ ট্রান্সফরমার চুরি, সেচ ব্যাহত  

‘টমেটো এখন পাখিদের খাদ্য’

গবেষণাটি ‘ফসলের উৎপাদনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পরীক্ষণ এবং জলবায়ু সহনশীল ফসল ব্যবস্থার অভিযোজনের মাধ্যমে বাংলাদেশের চরাঞ্চলের ফসলের উৎপাদনশীলতার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত হচ্ছে।

এর নেতৃত্বে রয়েছেন বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান। গবেষণা দলে আছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ও বাকৃবির পিএইচডি গবেষক পরেশ চন্দ্র দাস ও স্নাতকোত্তর শিক্ষার্থী ইকরামুল হক।

গবেষকরা চরাঞ্চলের কৃষকদের জন্য তিনটি লাভজনক শস্যবিন্যাস পদ্ধতি নির্ধারণ করেছেন। যার মধ্যে রয়েছে, ভুট্টা-পাট-রোপা আমন, আলু-পাট-রোপা আমন এবং মরিচ-চিনাবাদাম-রোপা আমন পদ্ধতি। আধুনিক জাত, উন্নত প্রযুক্তি ও কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে সবচেয়ে লাভজনক পদ্ধতিটি চিহ্নিত করে কৃষকদের জন্য সুপারিশ করা হবে।

প্রধান গবেষক ড. আহমেদ খায়রুল হাসান বলেন, “আকস্মিক বন্যা মোকাবিলায় জলমগ্ন সহনশীল বিনাধান-১১ এবং কম বয়সী চারা ভালো ফলন দিয়েছে। পাশাপাশি ভুট্টা ও মরিচ চাষের সঙ্গে আন্তঃফসল হিসেবে আলু, পেঁয়াজ, রসুন, গাজর, কালোজিরা, মেথি, ধনিয়া ও মটরশুঁটি চাষ করায় একক ফসলের তুলনায় অধিক লাভ হয়েছে।”

তিনি বলেন, “গবেষণায় দেখা গেছে, মালচিং ও ভার্মি কম্পোস্ট ব্যবহার করে আলুর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পাটের বীজ প্রাইমিং করায় অঙ্কুরোদগমের হার বেড়েছে। আগাছা দমনে আগাছানাশক ও হ্যান্ড উইডিংয়ের সমন্বিত ব্যবহারে ভালো ফলন পাওয়া গেছে। এছাড়াও বারি সরিষা-১৪, রঙিন ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, গম, রসুন, কাউন ও সূর্যমুখীর ফলন সন্তোষজনক ছিল।”

গবেষণার সফল প্রয়োগ ইতোমধ্যে চরাঞ্চলের কৃষকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। দেওয়ানগঞ্জ উপজেলার চর গুজিমারী এলাকার কৃষাণী নাছিমা খাতুন জানান, গবেষকদের পরামর্শে ৩৩ শতাংশ (১ বিঘা) জমিতে সূর্যমুখী, ভুট্টা ও রোপা আমন চাষ করে তিনি ভালো ফলন পেয়েছেন। ভবিষ্যতে আরো বেশি জমিতে এ শস্যবিন্যাসের মাধ্যমে চাষের পরিকল্পনা করছেন তিনি।

গবেষণা দলের সদস্য কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বলেন, “নির্দিষ্ট শস্যবিন্যাস অনুসরণ করলে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে আগাছার প্রভাব কমে, মাটির পুষ্টি উপাদান সংরক্ষিত থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়। ইতোমধ্যে গবেষণার ক্ষেতে প্রতি আধা শতাংশ জমিতে ৭৬ কেজি পর্যন্ত আলু উৎপাদনের নজির পাওয়া গেছে, যা কৃষকদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ‘অমর্ত্য সেনের বাংলাদেশকে সবক দেওয়ার প্রয়োজন নেই’
  • সংস্কৃতি ও রাজনীতির সংঘাত ও সমন্বয়
  • চরাঞ্চলের ভাগ্য বদলাবে বাকৃবি উদ্ভাবিত নতুন তিন পদ্ধতি