বিশ্বের সবচেয়ে বড় সংগীত স্বীকৃতি গ্র্যামি। যা গত ৬৬ বছর ধরে প্রদান করে আসছে। যথারীতি এবারও সেই প্রস্তুতি প্রায় শেষ। গত নভেম্বরেই ঘোষণা হয়েছে মনোনয়নপ্রাপ্তদের নাম ও অনুষ্ঠানের তারিখ। মাঝে লস অ্যাঞ্জেলেসে ঘটা ইতিহাসের ভয়াবহ দাবানলের কারণে এ অনুষ্ঠান পেছাতে পারে বলেও ধারণা করা হয়েছিল। অবশেষে জানা গেল, অনিশ্চয়তা ছাপিয়ে নির্দিষ্ট তারিখেই ২ মার্চ ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসতে যাচ্ছে লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায়। তবে অনুষ্ঠান আয়োজনে থাকছে ব্যতিক্রম বিষয়।
আয়োজকরা এর মধ্যে জানিয়েছেন, এবারের আয়োজনে শুধু সংগীতের আনন্দই ঘিরে থাকছে না, থাকবে আগুনে পোড়া বিষণ্নতা আর সেই ছাইচাপা শহরটাকে ফের সবুজে ফেরানোর যৌথ সংকল্প ও উদ্যোগ। সম্প্রতি আয়োজন কর্তৃপক্ষ জানিয়েছেন সংগীতের এই মর্যাদাপূর্ণ আসরে গাইবেন কারা।
জানা গেছে, ২৫ বছর বয়সী মার্কিন গায়িকা এবার গ্র্যামির মঞ্চ মাতাবেন তরুণ মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার। গত বছর বিশ্বসংগীতে নাটকীয় উত্থান ঘটেছে ‘এসপ্রেসো’, ‘প্লিজ প্লিজ প্লিজ’, ‘গুড লাক, বেবি’র মতো গান গাওয়া এই কণ্ঠশিল্পী। এ বছরে গ্র্যামিতে এই কণ্ঠশিল্পী একাধিক বিভাগে মনোনয়নও পেয়েছেন।
সাবরিনা ছাড়াও এবারের আসরে গান পরিবেশন করবেন ব্রিটিশ তারকা চার্লি এক্সসিএক্স। তিনি গাইবেন গত বছরে প্রকাশ হওয়া তাঁর ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘ব্র্যাট’-এর গানগুলো। এবারের আসরে সাত মনোনয়ন পেয়েছেন চার্লি। গত বছর আলোচিত তরুণ গায়ক বেনসন বুন।
২২ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম ফায়ারওয়ার্কস অ্যান্ড রোলারব্লেডস মুক্তির পর বিশ্বজুড়ে তরুণদের রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। তাঁকেও পারফর্ম করতে দেখা যাবে এবারের আসরে। এ ছাড়াও থাকছে আরও দুই তরুণ গায়িকা রে ও ডোচির পারফরম্যান্স। আরেক আলোচিত গায়িকা বিলি আইলিশও গাইবেন। তিনিও এবারের আসরে সাত মনোনয়ন পেয়েছেন। তরুণ শিল্পীরা ছাড়াও থাকবে শাকিরা, টেডি সুইমসের গান।
গ্র্যামিতে এবার সর্বোচ্চ ১১টি মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে। বিয়ন্সে এবারের আসরে পারফর্ম করবেন কিনা, নিশ্চিত নয়। এবারের গ্র্যামি সঞ্চালনা করবেন কমেডিয়ান ট্রেভর নোয়া।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ হারাল দুজন
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সোমবার সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুই কিশোর নিহত হয়েছে। নিহতরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও ভাওড়পাড়া এলাকার আজহারুল ইসলামের ছেলে আশিকুর হক (১৬) ও একই গ্রামের মক্তবপাড়া এলাকার আকরামের ছেলে মিনহাজ (১৬)। আশিকুর এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, ঈদের দিন মোটরসাইকেলে তিন বন্ধু পাশের টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর বাজারের কাছে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশিকুর মারা যায়। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর বন্ধু জিহাদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুজ্জামান বলেন, এ ব্যাপারে সখিপুর থানায় কোনো অভিযোগ হয়নি।