রূপগঞ্জে অনুপ্রবেশকারী ঠেকাতে বিএনপির প্রতিবাদ মিছিল
Published: 27th, January 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপিতে অনুপ্রবেশকারী ঠেকাতে প্রতিবাদ মিছিল করেছে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল করা হয়।
মিছিলটি কাঞ্চন পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, কাঞ্চন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মিয়া, যুগ্ম আহবায়ক রোকন মিয়া, যুবদল নেতা শাহীন মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল্লা মোল্লা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, সহ-সভাপতি শওকত ওসমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তাই আওয়ামী সন্ত্রাসী যেন বিএনপির কোন নেতাকর্মীদের প্রলোবন দেখিয়ে দলে প্রবেশ করতে না পারে সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অন্যথায় তারা বিএনপিতে প্রবেশ করে দলের সুনাম নষ্ট করবে। তাই কোন ভাবেই আওয়ামী দোষরদের বিএনপিতে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা তাদের মদদ দেবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বিএনপি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
দেড় ঘণ্টায় শেষ সুলভ মূল্যের ডিম-দুধ, পাননি অনেকেই
নির্ধারিত এলাকায় প্রাণিসম্পদ দপ্তরের গাড়ি পৌঁছায় সকাল সাড়ে ১০টার দিকে। এরপর শুরু হয় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি। দুপুর ১২টার কিছুক্ষণ পরেই দেখা গেল গাড়িতে ডিম ও দুধ নেই। কেবল ১৬ কেজি গরুর মাংস অবশিষ্ট রয়েছে। অর্থাৎ মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়ে গেছে সুলভ মূল্যে বিক্রির জন্য আনা দুধ ও ডিম।
আজ সোমবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী ওয়্যারলেস এলাকায় দেখা গেছে এমন চিত্র। এদিন নগরের ওয়্যারলেস ও টেক্সটাইল এলাকায় এ কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। এই কর্মসূচির আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা ও ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, আজ প্রতিটি গাড়িতে ২০০ লিটার দুধ, ১ হাজার ৫০০ পিস ডিম ও ৭৫ কেজি করে মাংস ছিল। সে হিসেবে মাত্র দেড় ঘণ্টায় ২০০ লিটার দুধ ও ১২৫ ডজন ডিম বিক্রি শেষ হয়ে গেছে। তবে দুপুর ১২টার দিকে তেমন ভিড় দেখা যায়নি সেখানে। স্থানীয় লোকজন বলছেন, তাঁরা অনেকে আগে এসেও পণ্য পাননি।
এদিন অন্তত ১০ ক্রেতা দুধ-ডিম না পেয়ে ফেরত গেছেন। ডিম কিনতে আসা ক্রেতা আবুল হোসেন বলেন, ‘আমি দুপুর ১২টার দিকে এসে ডিম পাই নাই। বাসা থেকে আসতে আসতেই দেখি সব শেষ। তাঁরা নাকি দেড় হাজার ডিম আনছে। তাহলে আমরা পাই নাই কেন?’
গাড়ি থেকে এসব পণ্য কেনার জন্য প্রথমে টাকা দিয়ে স্লিপ নিতে হয়। কর্মকর্তারা জানান, একজন সর্বোচ্চ এক ডজন ডিম, এক বা দুই লিটার দুধ ও এক কেজি মাংস কিনতে পারেন। কেউ চাইলে শুধু ডিম, দুধ অথবা মাংস কিনতে পারবেন। তবে মাংসের চাহিদা তুলনামূলক কম।
দ্রুত শেষ হয়ে যাওয়া নিয়ে কর্মকর্তারা বলেন, ঢাকায় ফ্রিজার ট্রাক রয়েছে। ফলে তারা দীর্ঘ সময়ের জন্য পণ্য নিয়ে আসতে পারে। কিন্তু চট্টগ্রামে সে সুযোগ নেই। তাই পরিমাণ কম। আবার দ্রুত ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে দায়িত্বে থাকা বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুমন তালুকদার প্রথম আলোকে বলেন, যাঁরা এসেছেন, তাঁদের সবাইকে পণ্য দেওয়া হয়েছে। মাংসের চাহিদা কম থাকায় কিছু মাংস থেকে গেছে। ডিমের চাহিদা বেশি ছিল। দেড় থেকে দুই ঘণ্টায় শেষ হয়ে গেছে।