রূপগঞ্জে অনুপ্রবেশকারী ঠেকাতে বিএনপির প্রতিবাদ মিছিল
Published: 27th, January 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপিতে অনুপ্রবেশকারী ঠেকাতে প্রতিবাদ মিছিল করেছে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সোমবার সকালে কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল করা হয়।
মিছিলটি কাঞ্চন পৌর বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে কাঞ্চন দক্ষিণ বাজার এলাকায় প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন কাঞ্চন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, কাঞ্চন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ মিয়া, যুগ্ম আহবায়ক রোকন মিয়া, যুবদল নেতা শাহীন মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায়দুল্লা মোল্লা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জজ মিয়া, কাঞ্চন পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল মাহমুদ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মামুন, সহ-সভাপতি শওকত ওসমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করছে। তাই আওয়ামী সন্ত্রাসী যেন বিএনপির কোন নেতাকর্মীদের প্রলোবন দেখিয়ে দলে প্রবেশ করতে না পারে সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
অন্যথায় তারা বিএনপিতে প্রবেশ করে দলের সুনাম নষ্ট করবে। তাই কোন ভাবেই আওয়ামী দোষরদের বিএনপিতে প্রবেশ করতে দেওয়া হবে না। যারা তাদের মদদ দেবে প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বিএনপি।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স
এছাড়াও পড়ুন:
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫১ হাজার ৪০০ ছাড়াল
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় অন্তত ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬৮ জন।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৩৯ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে, ফলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৪১৬ জনে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।
চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও, ইসরায়েলি বাহিনী ১৮ মার্চ গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে ২ হাজার ৬২ জন নিহত ও ৫ হাজার ৩৭৫ জন আহত হন।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া, গাজায় যুদ্ধ পরিচালনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলছে।