সাত কলেজের চলমান পরীক্ষাগুলো শেষ করতে চাই: ঢাকা কলেজের অধ্যক্ষ
Published: 27th, January 2025 GMT
ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেছেন, “আমাদের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ) কতগুলো পরীক্ষা চলমান। এ পরীক্ষাগুলো আমরা শেষ করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এতে সহযোগিতা করতে সম্মত। এবার শিক্ষার্থীরা যদি সম্মত থাকে, তাহলে যে পরীক্ষাগুলোর তারিখ পরিবর্তন হয়েছে, সেটি নতুন করে দিতে বলেছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা কলেজে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তবে, নতুন কী কাঠামো হবে, সে বিষয়ে এখনো জানা যায়নি।”
আরো পড়ুন:
অবশেষে ঢাবি থেকে আলাদা হলো ৭ কলেজ
বাকৃবিতে ঢাবির ভর্তি পরীক্ষা: পথ দেখাবে ‘এক্সাম হল ফাইন্ডার’
অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “সরকার একটি উচ্চ মানসম্মত কমিটি করেছে। সেখানে আমরা সাত কলেজের প্রিন্সিপাল ও বিভাগীয় প্রধানরা আমন্ত্রিত হয়ে তাদের কাছে অবস্থা ব্যাখ্যা করেছি। শিক্ষর্থীদের যে চাওয়া, তার সঙ্গে এটা কতটা সঙ্গতিপূর্ণ, তা তাদের কাছে তুলে ধরেছি৷ এর পরিপ্রেক্ষিতে তারা অবশ্যই সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।”
নতুন কাঠামোর বিষয়ে কমিটি কাজ করবে, জানিয়ে তিনি বলেন, “কমিটি শিক্ষকদের সঙ্গে কথা বলা শেষে দেশের বরণ্য শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে সুচিন্তিত সিদ্ধান্ত দেবে। যেটা হলো- এই বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটি কাঠামো দাঁড় করাবেন। সেটি কী রূপরেখা হবে, কাঠামো হবে, তা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আমরা শুধু সমস্যাটি কী হয়েছে এবং তার সমাধান কী হবে, তা লিখিতভাবে দিয়েছি।”
ঢাকা কলেজের অধ্যক্ষ জানান, বৈঠকে প্রথম সিদ্ধান্ত হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ, যেটি শুরু হওয়ার কথা, সেটি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হচ্ছে না।
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি সভা হয়। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা/রায়হান/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ত কল জ র পর ক ষ
এছাড়াও পড়ুন:
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মুত্যু
চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় আহত ইয়াসিন আলী (২৪) ও মাহির তাজয়ার তাজ (১৫) নামে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (২ এপ্রিল) চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে একটি ও গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে অপর দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহির তাজওয়ার তাজ আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়া গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে ও ইয়াসিন আলী চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের দিদার আলীর ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান, জানান, অসাবধানতা ও বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভ করতে যেয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নবিননগরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহির তাজওয়ার তাজ গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাতে তার শারিরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরিবারের পক্ষ থেকে তাকে রাজশাহী নিয়ে যাওয়ার পথে রাত ৮ টার দিকে অ্যাম্বুলেন্সে মাহির মারা যায়।
অন্যদিকে গত ২৭ মার্চ চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠের সামনে ইয়াসিন আলী মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে পড়ে যায়। এসময় তার দুই পা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুঁড়িয়ে যায়। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। গত ৬ দিনের মাথায় বুধবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে ইয়াসিন মারা যায়।
দুটি দুর্ঘটনায় কোনো পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের না করায় সুরতহাল রিপোর্ট শেষে স্ব স্ব পরিবারের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/মামুন/টিপু