এবার এক বিদেশি নিয়ে বাঁচা-মরার লড়াইয়ে রাজশাহী
Published: 27th, January 2025 GMT
কোনো বিদেশি ছাড়া খেলতে নেমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছিল দুর্বার রাজশাহী। রংপুর রাইডার্সের মতো টুর্নামেন্টের শীর্ষে থাকা দলকে হারিয়ে চমকে দিয়েছিল দেশিদের নিয়ে গড়া তাসকিন আহমেদের দল।
এই জয়ে বিপিএলে প্লে’অফের লড়াইও জমিয়ে দিয়েছে পদ্মা পাড়ের দলটি। এবার এক বিদেশি নিয়ে রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি রাজশাহী। মিরপুর শের-ই-বাংলায় সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫) টস জিতে রাজশাহী ফিল্ডিং করছে।
১১ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রাজশাহীর অবস্থান চতুর্থ স্থানে। আজ জিতলেই পয়েন্ট হবে ১২। আজ আগের ম্যাচে খুলনা টাইগার্স হেরে যাওয়ার তাদের পথ কিছুটা সুগম। বাকি থাকা দুই ম্যাচে খুলনা জিতলে তখন নেট রান রেটের হিসেব আসবে।
আরো পড়ুন:
টানা পাঁচ জয়ে রংপুরের পাশে বরিশাল
নাঈম-অঙ্কন ঝড়ে খুলনার বড় পুঁজি
এ ছাড়া ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চিটাগং কিংসের অবস্থান তৃতীয় স্থানে। তাদের হাতে আছে আরও তিন ম্যাচ। রংপুরের সঙ্গে ফরচুন বরিশাল প্লে’অফ নিশ্চিত করেছে। বাকি থাকা দুটি স্থানের জন্য লড়াই করবে রাজশাহী-খুলনা-চিটাগং।
এদিকে বিপিএলের বাইলজ অনুযায়ী কমপক্ষে দুজন বিদেশি খেলাতে হয়। গতকাল বিশেষ ব্যবস্থায় তাদের অনুমতি দিয়েছিল বিপিএল টেকনিক্যাল কমিটি। আজ নেমেছে এক বিদেশি নিয়ে। পাওনা পরিশোধ না করায় দলটি বিদেশিরা ম্যাচ বয়কট করছে।
দুর্বার রাজশাহী একাদশ:
এনামুল হক, তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী, আকবর আলী, রায়ান বার্ল, সানজামুল ইসলাম, আফতাব আলম, মোহাম্মদ মৃত্যঞ্জয়, এসএম মেহরব ও সাব্বির হোসেন।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল
এছাড়াও পড়ুন:
ভিডিও করার সময় পা ফসকে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু
সিলেটের দক্ষিণ সুরমায় ভিডিও তৈরি করতে বাড়ির ছাদ থেকে পড়ে সাকিব আহমদ নামে এক তরুণ মারা গেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে দক্ষিণ সুরমার ধরাধরপুর এলাকায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সাকিব দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের কুড়িগ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ধরাধরপুর এলাকায় ছাদেক মিয়ার কলোনিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি। একটি দোকানে কাজ করতেন সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সাকিব ও তার তিন বন্ধু মিলে টিকটক ভিডিও করতে একটি বাড়ির দু’তলার ছাদে উঠেন। ভিডিও করার সময় পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানার পরিদর্শক মো. মারফত আলী সমকালকে জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে রাখা হয়েছে।