দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভিয়েতনাম থেকে সরকার-সরকার (জিটুজি) পর্যায়ে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করবে সরকার। প্রতি মেট্রিক টন চালের দাম ৪৭৪.২৫ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখতে খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি আন্তর্জাতিক উৎস থেকে চাল সংগ্রহ করে থাকে। ২০২৪-২০২৫ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৯ লাখ মেট্রিক টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি'র অনুমোদন নেওয়া হয়েছে। দেশের সরকারি মজুত বৃদ্ধি করে সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমদানির ক্ষেত্রে বহুবিধ উৎস থাকলে দ্রুত খাদ্যশস্য আমদানি করা সহজ হয় এবং প্রতিযোগিতাপূর্ণ মূল্যে খাদ্যশস্য ক্রয় করা সম্ভব হয় বিধায় খাদ্য মন্ত্রণালয় প্রতি বছর জিটুজি ভিত্তিতে এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল সংগ্রহ করছে।

চলতি অর্থবছরে ইতোমধ্যে ৫টি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২.

৫০ লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন আতপ চালসহ মোট ৩.৫০ লাখ মেট্রিক টন চাল আমদানির কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া জিটুজি ভিত্তিতে ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পাকিস্তান থেকে ৫০ হাজার  মেট্রিক টন চাল আমদানির চুক্তির কার্যক্রম প্রক্রিয়াধীন। চুক্তির বিপরীতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫৬,২৪৮ মেট্রিক টন এবং জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৬,৯৬৯ মেট্রিক টন চালের সরবরাহ পাওয়া গেছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে মিয়ানমার থেকে আরো ৪৫,০০০ মেট্রিক টন চালের জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টাঙ্গাইলে ওএমএসের চাল বাজারে বিক্রি

টিসিবির ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

এছাড়া আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এবং জিটুজি পদ্ধতিতে আরো ৩ লাখ মেট্রিক টন চাল আমদানির কার্যক্রম চলমান রয়েছে।

খাদ্যের নিরাপত্তা মজুত গড়ে তোলা ও কৃষকদের উৎসাহ মূল্য দিতে ২০২৪ সালের ৬ নভেম্বর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় চলতি আমন ২০২৪-২০২৫ মৌসুমে ৩.৫০ লাখ মেট্রিক টন ধান এবং ৬.৫০ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রার বিপরীতে গত ২৩ জানুয়ারি পর্যন্ত ১৫,২০৪ মেট্রিক টন ধান এবং ৩,৬২,৪৯২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। আমন সংগ্রহ কার্যক্রম আগামী ১৫ মার্চ পর্যন্ত চলমান থাকবে। দেশের বিভিন্ন জেলায় বিগত সময়ের বন্যায় আমন ফসলের ক্ষতি হওয়ায় চলমান আমন সংগ্রহ কার্যক্রম শতভাগ সফল নাও হতে পারে মর্মে বিভিন্ন পর্যায় থেকে আভাস পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারি বিতরণ ব্যবস্থা সচল রাখাসহ নিরাপত্তা মজুত সুসংহত করার স্বার্থে এবং চালের বাজার মূল্য ভোক্তা সাধারণের জন্য সহনীয় ও স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অর্থবছরে জরুরি ভিত্তিতে জিটুজি পদ্ধতিতে চাল আমদানি করা আবশ্যক।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি ভিয়েতনামের সাউদার্ণ ফুড করপোরেশন চাল সরবরাহের আগ্রহ জানিয়ে চিঠি পাঠায়। ওই চিঠি পর্যালোচনা করে দেশের সরকারি মজুত বৃদ্ধি করে সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য ভিয়েতনামের প্রস্তাবে সাড়া দিয়ে চাল আমদানির জন্য হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের মাধ্যমে ভিয়েতনামের প্রতিষ্ঠানটির প্রতিনিধিদল ও ভিয়েতনামের মিনিস্ট্রি অব ইন্ডাষ্ট্রি অ্যান্ড ট্রেডসহ বাংলাদেশস্থ ভিয়েতনামের দূতাবাসের রাষ্ট্রদূতকে ভার্চুয়াল সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। উক্ত আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ভিয়েতনামের সাউদার্ণ ফুড করপোরেশনের সঙ্গে ১৬ জানুয়ারি ও ২২ জানুয়ারি বাংলাদেশের জিটুজি পদ্ধতিতে ক্রয় বিষয়ক কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশে অবস্থিত ভিয়েতনামের রাষ্ট্রদূত এবং ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সভায় জিটুজি পদ্ধতিতে চাল আমদানির চুক্তিনামার শর্ত এবং মূল্য নিয়ে বিশদ আলোচনা ও নেগোসিয়েশন হয়। আলোচনা ও নেগোসিয়েশন শেষে ভিয়েতনাম হতে ভিয়েতনামে উৎপাদিত এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়।

এই চাল ক্রয়ের ক্ষেত্রে সমুদ্রপথে ভিয়েতনামের প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশের জিটুজি পদ্ধতিতে ক্রয় বিষয়ক কমিটির নেগোসিয়েশন শেষে ভিয়েতনাম থেকে প্রতি মেট্রিক টন আতপ চালের মূল্য ৪৭৪.২৫ মার্কিন ডলার দরে আমদানির সিদ্ধান্ত হয়। যা বিভিন্ন উৎস দেশগুলোর গড় দর (৪৯৬.৯৩ মার্কিন ডলার) অপেক্ষা (৪৯৬.৯৩-৪৭৪.২৫)= ২২.৬৮ মার্কিন ডলার কম হওয়ায় বর্তমান জরুরি প্রয়োজন বিবেচনায় রাষ্ট্রের নিরাপদ খাদ্য মজুত নিশ্চিত করতে ভিয়েতনাম থেকে এই চাল সংগ্রহের উদ্যোগ চূড়ান্ত করা হয়েছে।

সূত্র জানায়, প্রতি মার্কিন ডলার ১২২.০০ টাকা হিসেবে ভিয়েতনাম থেকে এক লাখ মেট্রিক টন চাল আমদানিতে মোট ব্যয় হবে ৫৭৮,৫৮,৫০,০০০ টাকা। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

 ঢাকা/হাসনাত/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল খ ম ট র ক টন চ ল আমদ ন ম ট র ক টন চ ল আমদ ন র ম ট র ক টন আতপ চ ল এক ল খ ম ট র ক টন ক ল খ ম ট র ক টন ব তরণ ব যবস থ ন শ চ ত কর কম ট র র জন য সরক র

এছাড়াও পড়ুন:

শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ রোববার (২ মার্চ) জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।

এই আদেশ বাস্তবায়নে স্কুল ও কলেজ অধ্যক্ষদের নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে।

আদেশে আরও বলা হয়, এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যু করা মুক্তিযোদ্ধা সনদ বা জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট যথাযথভাবে যাচাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের পাওয়া না গেলে মেধা তালিকা থেকে ওই আসনে ভর্তি করতে হবে। কোনো অবস্থায় আসন শূন্য রাখা যাবে না।

এম জি

সম্পর্কিত নিবন্ধ

  • পারিবারিক সহিংসতা বাড়ছে
  • ফের ফুটপাত বাণিজ্যে চসিক
  • দেশ পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন গবি শিক্ষার্থী আলীনুর
  • ভর্তিতে নতুন কোটা বাতিলের দাবি ছাত্র অধিকার পরিষদের
  • সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট ও ব্যাংক হিসাব জব্দ
  • জাপানে বিনিয়োগ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন ওয়ারেন বাফেট
  • কোটা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ
  • সায়েদাবাদ পানি শোধনাগার বাস্তবায়নে প্রকল্প, ব্যয় হবে ৫০৩৩ কোটি টাকা
  • শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের সন্তানরা
  • বর্ধিত সভায় উপস্থিত না হয়ে ‘দরপত্র জমা দিতে’ যাওয়া শ্রীপুর বিএনপির সভাপতিকে শোকজ