ভিক্ষা করে জমানো ‘৯৩ হাজার টাকা’ নিয়ে পালালেন প্রতারক
Published: 27th, January 2025 GMT
কুষ্টিয়ায় অগ্রণী ব্যাংকে টাকা জমা করতে গিয়ে নুরজাহান খাতুন (৬৫) নামের এক ভিক্ষুক নারীর সঞ্চয়ের ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক। রবিবার দুপুর ১২টায় প্রকাশ্যে ব্যাংকের ভেতরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরজাহান খাতুন শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন।
ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রবিবার সকালের দিকে নুরজাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভেতরে গিয়ে টাকা জমা দিলে নতুন ব্যাংক হিসাব নম্বর খুলতে ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে এক ব্যক্তি টাকা জমা দিয়ে দেওয়ার কথা বলে ওই বৃদ্ধার কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। প্রতারকের পরনে ছিল কালো রঙের সোয়েটার, নীল প্যান্ট ও কালো রঙের জুতা।
এ ঘটনায় ভুক্তভোগী নুরজাহান খাতুন বলেন, “স্বামীর মৃত্যুর পর থেকেই শহরের হরিশংকরপুর এলাকায় মা-মেয়ে একসঙ্গে থাকি। ভিক্ষাবৃত্তি করে টাকাগুলো গুছিয়ে ছিলাম। রবিবার নতুন ব্যাংক হিসাব খুলে টাকাগুলো রাখার জন্য সকালে ব্যাংকে যাই। এরপর ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন। পাশে দাঁড়িয়ে থাকা ওই প্রতারক জমা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৯৩ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।”
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী নারী আরও বলেন, “শেষ সম্বলও নিয়ে গেল প্রতারক। আমি পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই, মানুষের কাছ থেকে নেওয়া ভিক্ষাবৃত্তি করে আমার এই গচ্ছিত টাকাগুলো উদ্ধারে কাজ করবেন। এই টাকাগুলো পেলে আমি আমার দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে জীবন যাপন করতে পারবো। তাই ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে টাকাগুলো উদ্ধারে সহযোগিতা চাই।”
এ বিষয়ে অগ্রণী ব্যাংকের কুষ্টিয়ার জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার মো.
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান বলেন, “ভুক্তভোগী নুরজাহান খাতুন থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরকে ধরতে পুলিশ কাজ করছে।”
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল
আগামী ৪৮ ঘণ্টায় ছয়টি প্রতিষ্ঠানের ৪০৪ পদের চাকরির আবেদনের সময় শেষ হচ্ছে। যারা এখনো আবেদন করেননি তাঁরা দ্রুত আবেদন করতে পারেন। ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, পিএসসির নন-ক্যাডার, নাটোর সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। এসবের প্রতিষ্ঠানে আবেদনের শেষ সময় ৩০ এপ্রিল।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে ১১ ক্যাটাগরির পদে ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণের পর ডাকযোগে পাঠাতে হবে। অফিসে সরাসরি বা হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের নমুনা বেপজার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের১৪ ঘণ্টা আগেবাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) একাধিক নন-ক্যাডারে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে ১১ ক্যাটাগরির পদে ৯ম ও ১০ম গ্রেডে ৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।
নাটোর সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১৪ থেকে ১৯তম গ্রেডভুক্ত কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয় ক্যাটাগরির পদে মোট ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত জানা যাবে এই লিংকে।
প্রতীকী ছবি