আইসিসির বর্ষসেরা (২০২৪) টেস্ট খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাসপ্রিত বুমরাহ।

গেল বছরটি দারুণ কেটেছে জাসপ্রিত বুমরাহর। ঘরের মাঠে কিংবা অ্যাওয়ে সিরিজে, যেকোনো কন্ডিশনে, বল হাতে ভারতকে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতায় রেখেছিলেন তিনি। বিশেষ করে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।

গেল বছর ১৩ ম্যাচ খেলে ৭১ উইকেট নিয়েছিলেন তারকা এই পেসার। তাতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় যথারীতি ছিলেন শীর্ষে। ১১ টেস্টে ৫২ উইকেট নিয়ে তার পরে ছিলেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন। শুধু তাই নয়, চতুর্থ ভারতীয় বোলার হিসেবে বুমরাহ এক বছরে ৭০+ উইকেট শিকারের কীর্তি গড়েছিলেন। তার আগে রবীচন্দ্রন অশ্বিন, অনীল কুম্বলে ও কপিল দেব এক বছরে নিয়েছিলেন ৭০ উইকেট।

আরো পড়ুন:

টানা পাঁচ জয়ে রংপুরের পাশে বরিশাল

জটিলতা কাটিয়ে মাঠে গড়াচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ 

অবশ্য টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৭ জন বোলার এক বছরে ৭০+ উইকেট শিকার করেছিলেন। সেই তালিকায় বুমরাহও হয়েছেন একজন।

২০২৪ সালে বুমরাহ ৩৫৭ ওভার বল করেছেন। সেখানে তার গড় ছিল ২.

৯৬। বদলে যাওয়া টেস্ট ক্রিকেটে এখন রান উৎসব হয়। কিন্তু বুমরাহ সেই উৎসবের লাগাম টেনে রেখেছিলেন ৩৫৭ ওভারে।

বছর জুড়ে তার গড় ছিল ঈর্ষনীয়, ১৪.৯২। আর স্ট্রাইক রেট ছিল ৩০.১। তাতে তিনি ছাড়া আর কেউ বর্ষসেরা হওয়ার যোগ্য হননি। তার হাতেই উঠেছে সেরার পুরস্কার।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আইস স উইক ট

এছাড়াও পড়ুন:

কানাডার টরেন্টোতে বাংলা বর্ষবরণ উৎসব

উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩২। কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে এসে প্রবাসী বাঙালিরা আনন্দ উৎসবে মেতেছিলেন অন্যরকম এক মিলনমেলায়।

স্থানীয় সময় রোববার দুপুর ১টায় মঙ্গল শোভাযাত্রা শুরু হয় শপার্স ওয়ার্ল্ড এর পার্কিং লট থেকে। এসময় প্রচুর সংখ্যক অভিবাসী বাঙালি পায়ে হেঁটে টায়রা এভিনিউ ধরে সমবেত হন ডেন্টনিয়া পার্ক শহীদ মিনার পাদদেশে। 

টরেন্টোর বাঙালি অধ্যুষিত এলাকা ডেন্টোনিয়া পার্কে বৈশাখের রঙ, ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে। এদিন শিশু কিশোরদের হাতে মুখ ও মুখোশ নিয়ে ছিল বৈশাখী মঙ্গলশোভা যাত্রা।

আয়োজকরা জানান, নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় স্বত্ত্বাকে তুলে ধরাই ছিল বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য।

সম্পর্কিত নিবন্ধ

  • কানের ইতিহাসে এবারই প্রথম
  • অষ্টগ্রামের বিস্তীর্ণ হাওরের বুকে ধান কাটার উৎসব
  • এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, রান উৎসবের ম্যাচে হেরে গেল লাহোর
  • ভেড়াডহর গ্রামে উরিগানের আসরে
  • এমপিওভুক্ত পৌনে ৫ লাখ শিক্ষকের বোনাস বাড়ছে
  • প্রথম আলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয় ভর্তি উৎসব আগামী ১৫ ও ১৬ মে
  • পয়লা বৈশাখের পর বৈশাখী ভাতা পেলেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা
  • কানাডার টরেন্টোতে বাংলা বর্ষবরণ উৎসব
  • আরাকান আর্মির বাংলাদেশের আকাশীমা লংঘ‌নের প্রতিবাদ
  • অনুপ্রবেশ করে আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: জামায়াত