জুলাই-আগস্টের গণহত্যার মামলায় ছয় পুলিশ কর্মকর্তা ও দুই আওয়ামী লীগ নেতাসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। 

পরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদের মধ্যে ছয়জন পুলিশ কর্মকর্তা, বাকি দু’জন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। তাদের বিরুদ্ধে আমাদের তদন্ত সংস্থা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে। আসামিরা যাতে পালিয়ে না যায় সেজন্য তাদের নাম প্রকাশ করছি না।

তাজুল ইসলাম বলেন, আজকে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা প্রত্যেকেই ঢাকা শহরের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার পরেই তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছেন। চারটি আবেদনে আলাদাভাবে আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডমন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮

নারায়ণগঞ্জের চাষাড়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) ভোর সাড়ে ৩ টার দিকে ঘটনাটি ঘটে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন- সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমাইয়া (দেড় বছর) এবং নুরজাহান (৩৫)।

আরো পড়ুন:

আদ্ দ্বীন সকিনা হাসপাতালে বিনামূল্যে হেলিকপ্টারে রোগী পরিবহন

বগুড়ার ক্লিনিকে প্রসূতি মৃত্যুর অভিযোগ, ভাঙচুর 

দগ্ধদের স্বজন মুহাম্মদ রুবেল বলেন, “আজ ভোর সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জের  চাষাড়ার ২ নং চেয়ারম্যান অফিস সংলগ্ন ইব্রাহিমের বাড়ির টিনশেড ঘরের গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ আটজনকে চিকিৎসার জন্য ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।”

চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, “নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের অধিকাংশরই অবস্থা আশঙ্কাজনক। আপাতত অবজারভেসনে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

ঢাকা/বুলবুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণ: ঘরের নিচে পাইপলাইন, পরিণত হয়েছিল ‘গ্যাস চেম্বারে’
  • সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ
  • নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮