কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

স্বজনরা জানিয়েছেন, বাবার বকুনি সইতে না পেরে ওই তরুণী আত্মহত্যা করেন। 

নাছরিন খাতুন আড়পাড়ার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গের সামনে কথা হয় নাছরিনের চাচা আজিবার রহমানের সঙ্গে। তিনি বলেন, রোববার নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাবা সাবাস উদ্দিন তাকে ভাত রান্না করতে বলেছিলেন। কিন্তু নাছরিন ভাত রান্না না করায় রেগে বকাবকি করেন। 

আজিবারের ধারণা, বাবার বকুনিতেই অভিমান করেন নাছরিন। পরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন। তাদের কোনো অভিযোগ না থাকলেও পুলিশ মরদেহ মর্গে পাঠিয়েছে।

শিলাইদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লবের ভাষ্য, তিনি শুনেছেন ওই তরুণীর মানসিক সমস্যা ছিল। তবে এ বিষয়ে সাংবাদিক ও পুলিশের সঙ্গে কথা বলতে রাজি হননি নাছরিনের মা-বাবা।

কুমারখালী থানার ওসি মো.

সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে ওই কলেজছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বাবার ওপর অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাংলা ভিশন ও বৈশাখী টেলিভিশনে আজ যা দেখতে পারেন

সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বৈশাখী টেলিভিশন

সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’। অতিথি: কণ্ঠশিল্পী পূজা। বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী আশিক ও আয়শা জেবিন দিপা। বেলা একটায় ‘শুধু সিনেমার গান’। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘ব্ল্যাক মানি’। অভিনয়ে কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘মানি লোকের মান’। অভিনয়ে জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘শাশুড়ির বিয়ে’। অভিনয়ে মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান।

‘মন খারাপের ঘর’ নাটকে খায়রুল বাসার, তানজিন তিশা

সম্পর্কিত নিবন্ধ