ধাক্কা সামলে জয়ে ফিরল ব্রাজিল, আটকে গেল আর্জেন্টিনা
Published: 27th, January 2025 GMT
অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর ব্রাজিলের পিএসজি মিডফিল্ডার মুসকার্ডো বলেছিলেন, আমরা একটা ম্যাচ হেরেছি, টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। কথা মতো ঘুরে দাঁড়িয়েছে তরুণ সেলেসাওরা।
বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতেছে অনূর্ধ্ব-২০ সেলেসাওরা। তবে দ্বিতীয় ম্যাচে আটকে গেছে উড়তে থাকা আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে সমতা করেছে তরুণ তারকায় ভরা আকাশি-সাদা জার্সির দলটি।
ম্যাচের ১৪ মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন মুসকার্ডো। ২৮ মিনিটে ব্রিনো বাইডন ব্যবধান ২-০ করেন। কিন্তু ৪৭ মিনিটে গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় বলিভিয়া। শেষ পর্যন্ত অবশ্য সমতায় ফিরতে পারেনি দলটি।
ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া আর্জেন্টিনা এদিন কলম্বিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল। ৩৩ মিনিটে গোল খায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে ক্লদিও এচেভেরির শটে সমতায় ফেরে আর্জেন্টিনা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল আর জ ন ট ন
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান। খবর আল-জাজিরার
স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’