অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে হারের পর ব্রাজিলের পিএসজি মিডফিল্ডার মুসকার্ডো বলেছিলেন, আমরা একটা ম্যাচ হেরেছি, টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি। কথা মতো ঘুরে দাঁড়িয়েছে তরুণ সেলেসাওরা। 

বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে জিতেছে অনূর্ধ্ব-২০ সেলেসাওরা। তবে দ্বিতীয় ম্যাচে আটকে গেছে উড়তে থাকা আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে সমতা করেছে তরুণ তারকায় ভরা আকাশি-সাদা জার্সির দলটি। 

ম্যাচের ১৪ মিনিটে ব্রাজিলের হয়ে গোল করেন মুসকার্ডো। ২৮ মিনিটে ব্রিনো বাইডন ব্যবধান ২-০ করেন। কিন্তু ৪৭ মিনিটে গোল করে ম্যাচে ফেরার আভাস দেয় বলিভিয়া। শেষ পর্যন্ত অবশ্য সমতায় ফিরতে পারেনি দলটি। 

ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া আর্জেন্টিনা এদিন কলম্বিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল। ৩৩ মিনিটে গোল খায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে ক্লদিও এচেভেরির শটে সমতায় ফেরে আর্জেন্টিনা। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল ফ টবল আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো থাকুন, কাকে বললেন চমক

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে আওয়ামী লীগ সরকার পতন পর্যন্ত রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। যদি ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন না ঘটতো তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহীতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো বলে মনে করেন এই অভিনেত্রী।

শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা মন্তব্য করেন চমক। যেখানে তিনি আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেন।

চমক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।’

অভিনেত্রী লেখেন, ‘স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।’

সবশেষে চমক লিখেছেন, ‘মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন। আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ।’

সম্পর্কিত নিবন্ধ