সিদ্ধিরগঞ্জের যুবলীগ নেতা মতি ৩ মামলায় রিমান্ডে
Published: 27th, January 2025 GMT
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ওমতিউর রহমান মতির বিরুদ্ধে তিন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর থানার একটি হত্যা মামলায় দুদিন এবং সিদ্ধিরগঞ্জ থানার পৃথক একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় তিনদিন ও দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক মো.
এর আগে গত ১৩ জানুয়ারি ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মতিউর রহমান মতি ও তার ছেলে বাবইকে গ্রেফতার করে পুলিশ।
মতিউর রহমান মতি শামীম ওসমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি এলাকা ছাড়েন।
পুলিশের সূত্রমতে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সময় হতাহতের ঘটনায় যুবলীগ নেতা মতির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা ও যাত্রাবাড়ি থানায় হত্যা এবং হত্যার চেষ্টার অভিযোগে প্রায় দুই ডজন মামলা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বল গ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
রিমান্ড শেষে কারাগারে আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদলত।
আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে হাজির করা হয় আসামিদের। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অন্যরা হলেন- মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। মনিরুজ্জামান ছাড়া সবাই মায়ানমারের বাসিন্দা। মনিরুজ্জামান সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
ডাবল মার্ডারে গ্রেপ্তার, তাহসিন হত্যাকাণ্ডে রিমান্ডে ছোট সাজ্জাদ
ইনু-মেনন-আনিসুল-দীপু মণি-সাদেক খানের আবার রিমান্ড
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, “সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গত ১৩ এপ্রিল ১০ দিনের রিমান্ড চেয়ে আতাউল্লাহ ও তার পাঁচ সহযোগীকে আদালতে আনা হয়। শুনানি শেষে বিচারক আট দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
গত ১৭ মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব-১১। পরে সিদ্ধিরগঞ্জ থানায় দুইটি মামলা করা হয়। আতাউল্লাহ বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
ঢাকা/অনিক/মাসুদ