তদন্তে অপারগতা প্রকাশ করে সভাপতি-সদস্য সচিবের পদত্যাগ
Published: 27th, January 2025 GMT
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় তদন্ত কাজে অপারগতা প্রকাশ করে তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন সভাপতি ও সদস্য সচিব। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের কাছে তারা এ পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৫ জানুয়ারি (শনিবার) পরীক্ষা শেষে বাইরে বের হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ। এ সময় সমন্বয়করাসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। তখন সোহাগের অনুসারী ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে শরিফুল ইসলাম সোহাগকে ছিনিয়ে নেয়। এ সময় দুই সমন্বয়কসহ ৪ জন আহত হন। এ ঘটনায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদকে সভাপতি ও শেখ রাসেল হলের প্রভোস্ট শাহাবুদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতেও বলা হয়।
কিন্তু তদন্ত করতে অপারগতা প্রকাশ করে রোববার রাতে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তদন্ত কমিটির প্রধান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদ ও সদস্য সচিব শেখ রাসেল হলের প্রভোস্ট মো.
এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদ বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় তদন্ত করা আমার পক্ষে সম্ভব নয়। এ কারণে আমি রেজিষ্ট্রার বরাবর কাজে অপারগতা জানিয়ে পত্র জমা দিয়েছি।
এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সচিব ও শেখ রাসেল হলের প্রভোস্ট মো. শাহবউদ্দিন বলেন, আমাকে না জানিয়ে কমিটির সদস্য সচিব করে একটি চিঠি দেয়া হয়েছে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ ও পারিবারিক সমস্যা থাকায় আমার পক্ষে তদন্ত কাজে সহায়তা করা সম্ভব নয়। এ কারণে আমি পদত্যাগপত্র জমা দিয়েছে। বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক করবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. এনামউজ্জামান বলেন, তদন্ত করতে অপারগতা প্রকাশ করে রোববার রাতে পদত্যাগপত্র জমা দেন তদন্ত কমিটির প্রধান ও সদস্য সচিব। বিষয়টি উপাচার্যকে জানানো হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি পরীক্ষা শেষে বাইরে বের হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ। এ সময় সমন্বয়করাসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। তখন সোহাগের অনুসারী ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়ে শরিফুল ইসলাম সোহাগকে ছিনিয়ে নেয়। এ সময় দুই সমন্বয়কসহ ৪ জন আহত হন। এ ঘটনায় রোববার বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে শরীফুল ইসলাম সোহাগকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাত আসামি করে গোপালগঞ্জ সদর থানার একটি মামলা দায়ের করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: সমন বয়ক পদত য গ পদত য গ তদন ত ক এ সময়
এছাড়াও পড়ুন:
গুলেরের গোলায় বার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকল রিয়ালও
হেতাফে ০: ১ রিয়াল মাদ্রিদ
লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য প্রতিটা ম্যাচই এখন বাঁচা-মরার। ন্যুনতম এক পয়েন্ট হারালেও এলোমেলো হয়ে যেতে পারে সব স্বপ্ন। তেমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নেমে জয় পেয়েছে রিয়াল। তরুণ তুর্কি আর্দা গুলেরের দুর্দান্ত এক গোলে হেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।
এই জয়ের পর তালিকার ২ নম্বরে থাকা রিয়াল পয়েন্টের ব্যবধানটা সাত থেকে নামিয়ে এনেছে চারে। ৩৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৭২। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। রিয়াল সেল্তা ভিগোর বিপক্ষে লিগে নিজেদের পরের ম্যাচ খেলবে ৪ মে।
তবে এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল–বার্সা খেলবে আগামী ১১ মে। এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচটিই হয়ে উঠতে পারে লা লিগার শিরোপা নির্ধারক।
আরও পড়ুনলিগ জয় থেকে আর কত ম্যাচ দূরে বার্সেলোনা১৮ ঘণ্টা আগেসেই ম্যাচে হার রিয়ালকে ছিটকে দিতে পারে শিরোপা লড়াই থেকে। আর জিতলে বেঁচে থাকবে আশা। তার আগে অবশ্য সেল্তার বিপক্ষে ম্যাচটাও জিতে নিতে হবে রিয়ালকে।
হেতাফের বিপক্ষে আজ বেশ ঝুঁকি নিয়েই একাদশ সাজান কার্লো আনচেলত্তি। কিলিয়ান এমবাপ্পে কার্ড নিষেধাজ্ঞায় আগে থেকেই ছিলেন না। জুড বেলিংহাম ও রদ্রিগোকেও এদিন বেঞ্চে বসান রিয়াল কোচ। এই তিনজনের বদলে শুরু থেকে খেলেছেন এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ।
চেনা স্কোয়াড না হলেও ম্যাচে দাপট ছিল রিয়ালেরই। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বেশি হুমকিতে রাখে তারা। বিপরীতে হেতাফেও ভালোভাবে জবাব দিচ্ছিল রিয়ালকে। তবে সবাইকে চমকে দেন গুলের। তুরস্কের এই তরুণ ২১ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে এগিয়ে দেন দলকে।
আরও পড়ুনএল ক্লাসিকোতে রিয়ালের ঘুমপাড়ানি ফুটবল ও ফ্লিকের আরেকটি মাস্টারক্লাস ১৩ জানুয়ারি ২০২৫এই গোলটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচের। তবে কৃতিত্ব দিতে হবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও। তাঁর নৈপুণ্যও রিয়ালকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে একাধিকবার। যার ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে আনচেলত্তির দল।