শাবির পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তাজ উদ্দিন, সম্পাদক নজরুল ইসলাম
Published: 27th, January 2025 GMT
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন সভাপতি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফভিপি সিলেট রিজিওনের প্রধান ও ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার রাতে এক ভার্চুয়াল সভায় ৪০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি লিটন চন্দ্র দে, ড.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা
জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।
রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।