শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পরিসংখ্যান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন সভাপতি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফভিপি সিলেট রিজিওনের প্রধান ও ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার রাতে এক ভার্চুয়াল সভায় ৪০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সহ-সভাপতি লিটন চন্দ্র দে, ড.

মোহাম্মদ কামাল হোসেন ও মোহাম্মদ মহসিন আলী; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খালিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম ও শাহরিয়ার আহমেদ সজীব, সাংগঠনিক সম্পাদক মো. রেজওয়ানুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমাপ্রসাদ সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, পেশা ও দক্ষতা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক সম্পাদক ড. গোলাম সারোয়ার সোহান, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সম্পাদক পিন্টু ভূষণ দত্ত, সাংস্কৃতিক সম্পাদক শাবাব নূর ইসলাম, ক্রীড়া সম্পাদক এম এ তালেব, সমাজকল্যাণ সম্পাদক মোছা. রাহিমা বেগম; নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন, মোহাম্মাদ মাহবুবুর রশিদ, কৃপাময় রায়, মোহাম্মদ কামাল হোসেন, এ কে এম জালাল উদ্দিন, অমিত কল্যাণ গাঙ্গুঁলী, মিজানুল ইসলাম মোহাম্মদ ফয়সাল মুন্না, মো. মাহবুবুল আলম রনি, মো. শামছুর রহমান, মেজবাহ উদ্দিন আহমেদ তামান্না, অধ্যাপক ড. মির্জা নাজমুল হাসান, হিফজুর রহমান, এস এম আমিন আল মুরাদ, খন্দকার হুমায়রা আখতার, সুমন আল মাহমুদ, মো. আনোয়ারুল ইসলাম, উপপরিচালক মো. আমরুল্লাহ, মো. সাব্বির হোসেন রসি, আশিকুল হক, মানস পান্থ, মো. নাঈমুল হাসান, আনিসা আহমেদ চৌধুরী ও মো. সাদেকিন ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

উৎস: Samakal

কীওয়ার্ড: র রহম ন ল ইসল ম

এছাড়াও পড়ুন:

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী ঊষা রানী চন্দের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ও মাহমুদুল হাসান শুভ্র বাদী হয়ে সোমবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন।

রকিবুল ইসলামের দায়ের করা মামলায় আসামি শুধু নারায়ণ চন্দ। এ মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

মাহমুদুল হাসান শুভ্রর দায়ের করা মামলায় নারায়ণ চন্দ এবং তাঁর স্ত্রী রাজিবপুর মৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা রানী চন্দকে আসামি করা হয়েছে। এ মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ