ওয়ানডের বর্ষসেরা আজমতউল্লাহ ওমরজাই
Published: 27th, January 2025 GMT
আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের জন্য ২০২৪ সাল ছিল স্বপ্নের মতো। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর এবার আরও বড় স্বীকৃতি পেলেন তিনি। আইসিসি তাকে ঘোষণা করেছে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে।
২০২৪ সালে আফগানিস্তানের হয়ে ১৪টি ওয়ানডে খেলেছেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। এ সময়ে ব্যাট হাতে ৫২.
ওমরজাইয়ের পারফরম্যান্সে আফগানিস্তান পেয়েছে বেশ কয়েকটি স্মরণীয় জয়। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৮৬ রান করে দলের জয়ে অবদান রাখেন।
তবে ওমরজাইয়ের সেরা পারফরম্যান্স আসে বাংলাদেশের বিপক্ষে শারজায়। সেই ম্যাচে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনি। বোলিংয়ে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭৭ বলে অপরাজিত ৭০ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বুয়েটের নতুন শিক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কতা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১২ এপ্রিলে। বুয়েটের এক বিশেষ জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কিছু বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আবাসিক হলে সিট–সংকটে সবার আবাসনব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে না।
আরও পড়ুনজাপান–বিশ্বব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপ, ২৪ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা৩১ মার্চ ২০২৫বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা, অধ্যবসায় ও শ্রমের ফলশ্রুতিতে তীব্র প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ বুয়েটের সব স্নাতক শ্রেণির শিক্ষার্থীর ক্লাস ১২ এপ্রিল (শনিবার) শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে কোনো একটি আবাসিক হলে আবাসিক অথবা অনাবাসিক (সংযুক্ত) শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে সিটের (আসন) তীব্র সংকট রয়েছে। এ কারণে (২০২৪-২৫ শিক্ষাবর্ষসহ পাঁচটি ব্যাচের শিক্ষার্থী থাকবে) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসের শুরুতে হলে সিটস্বল্পতার কারণে কোনো হলেই আবাসনের ব্যবস্থা করা সম্ভব না-ও হতে পারে। এ অবস্থায় সব নবাগত শিক্ষার্থীকে নিজ নিজ ব্যবস্থাপনায় বুয়েট ক্যাম্পাসের বাইরে থেকে পড়ালেখার পূর্বপ্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তবে পর্যায়ক্রমে সিট খালি হওয়া সাপেক্ষে নবাগত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন মোতাবেক সিট দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। ঢাকার বাইরে অবস্থানকারী শিক্ষার্থীদের সিট বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুনআইপিসিসি স্কলারশিপ, বছরে ১৫ হাজার ইউরোর সঙ্গে নানা সুযোগ৭ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের তত্ত্বাবধান, শিক্ষর্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি সহপাঠ্য কার্যক্রম আয়োজন ও পরিচালনা এবং শিক্ষার্থীদের চিকিৎসাসুবিধা প্রদানের দায়িত্ব ছাত্রকল্যাণ পরিদপ্তরের ওপর ন্যস্ত।
আরও পড়ুন ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং-ফেব্রিক ইঞ্জিনিয়ারিং-অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা, আবেদনের সুযোগ আরও ২০ দিন৩০ মার্চ ২০২৫