ঝালকাঠির নলছিটিতে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরবপাশা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম আউয়াল (৪০) ভৈরবপাশা ইউনিয়নের রায়পাশা এলাকার মৃত এলাল উদ্দিন হাওলাদারের ছেলে। নলছিটি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম আউয়ালকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই তাকে আদালতে পাঠানো হবে।’’

ঢাকা/অলোক/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

গ্রীষ্মের ছুটি বাতিল করেছে নোবিপ্রবি

গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ঈদ-উল-আযহার ছুটির সঙ্গে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনুমোদিত ক্যালেন্ডারে উল্লিখিত ১২ মে থেকে ১৫ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটিকে ঈদ-উল-আযহার ছুটির সঙ্গে সমন্বয় করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাসমূহ চলমান থাকবে।

আরো পড়ুন:

নোবিপ্রবিতে বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত

গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোবিপ্রবি কেন্দ্রে অংশ নেবেন ১২ হাজার ৫২২ জন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ৪ জুনের পরিবর্তে ১ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসগুলোর ছুটি শুরু হবে।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ