কলম্বিয়ার অভিবাসী বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে অবতরণে বাধা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। সোমবার বার্তাসংস্থা রয়টার্স একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

রয়টার্স বলছে, নির্বাসিত অভিবাসীদের বহনকারী দুটি মার্কিন সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট তার দেশে অবতরণে বাধা দেয়। 

মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সিবিএস নিউজকে জানান, অবৈধ অভিবাসীদের নিয়ে সান দিয়েগো থেকে উড়াল দেওয়া দুটি সামরিক উড়োজাহাজ গতকাল কলম্বিয়ায় অবতরণের কথা ছিল। কিন্তু জটিলতার কারণে পরে সেটা বাতিল করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা অভিবাসীদের বহনকারী দুটি বিমান অবতরণের অনুমতি না দেওয়ায় কলম্বিয়ার বিরুদ্ধে শুল্ক ও নিষেধাজ্ঞার পাশাপাশি অন্যান্য প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । 

ট্রাম্প বলেছেন, এই পদক্ষেপগুলো জরুরি, কারণ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে “ঝুঁকিতে” ফেলে দিয়েছে।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে লিখেছেন, “অভিবাসী ফেরতের পদক্ষেপগুলো শুরু মাত্র। যে অপরাধীদের তারা যুক্তরাষ্ট্রে ঠেলে দিয়েছে, তাদের ফেরত নিতে তাদের আইনগত দায়িত্ব আমরা কলম্বিয়ান সরকারকে লঙ্ঘন করতে দেব না।”

এর আগে রোববার পেট্রো বলেন, ট্রাম্প প্রশাসন যতক্ষণ না পর্যন্ত একটা পদ্ধতি তৈরি করছে যেখানে অভিবাসীদের সাথে “সম্মান” দিয়ে আচরণ করা হয়, ততক্ষণ পর্যন্ত তার সরকার যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা অভিবাসী বহনকারী বিমান গ্রহণ করবে না।

পেট্রো সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া দুটো পোস্টে এই ঘোষণা দেন, যাদের একটিতে একটি নিউজ ভিডিও ছিল, যেখানে ব্রাজিলে পাঠানো অভিবাসীদের বিমানবন্দরের টারম্যাকে ডাণ্ডা-বেড়ি পরিহিত অবস্থায় হাঁটতে দেখা যায়।

পেট্রো বলেন, “একজন অভিবাসীও অপরাধী নয় এবং একজন মানুষের যে সম্মান প্রাপ্য, তাদের সাথে সেরকম সম্মানের সাথে আচরণ করতে হবে। সেজন্য আমি কলোম্বিয়ান আভিবাসী বহনকারী যুক্তরাষ্ট্রের সামরিক বিমান ফেরত পাঠিয়েছি।”

পেত্রো আরও জানান, ১৫ হাজার ৬৬৬ জনের বেশি মার্কিনি অবৈধভাবে কলম্বিয়ায় অবস্থান করছেন। তবে বিবিসির পক্ষ থেকে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, তার দেশ থেকে অবৈধ মার্কিনিদের বিতাড়নে তিনি কখনোই ট্রাম্প প্রশাসনের মতো অভিযানের নির্দেশ দেবেন না।

যুক্তরাষ্ট্রে বাজারে আমদানি করা কফির ২০ শতাংশের জোগানদাতা কলম্বিয়া। এর বাজারমূল্য প্রায় ২০০ কোটি ডলার। এ ছাড়া কলম্বিয়া থেকে কলা, অপরিশোধিত জ্বালানি তেল, অ্যাভোকাডো, ফুলসহ বিভিন্ন পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। এখন শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে এসব পণ্যের দাম বেড়ে যাবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কলম ব য় কলম ব য় র বহনক র

এছাড়াও পড়ুন:

টিকিটের মূল্য বেশি রাখায় ৪ পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনায় বিআরটিএ’র অভিযানে টিকিটের মূল্য বেশি রাখা ও টিকিটের মূল্যতালিকা না থাকায় চার পরিবহন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে নগরীর রয়েল মোড়ে এই অভিযান পরিচালনা করে বিআরটিএ। 

বিআরটিএ কর্মকর্তারা জানান, টিকিটের মূল্য বেশি রাখায় টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। টিকিটের মূল্য তালিকা না থাকায় এম আর পরিবহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এক রুটের কথা বলে টিকিট বিক্রি করে অন্য রুটে গাড়ি চালানোর অভিযোগে সৌদিয়া পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন নিজে বলেশ্বর পরিবহনের টিকিট কাটেন পরিচয় গোপন করে। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে চট্টগ্রাম রুটে এক হাজার ২৬৬ টাকার টিকিট এক হাজার ৪০০ টাকা রাখা ও টিকিটের মূল্য বেশি রাখায় বলেশ্বর পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

বিআরটিএ’র ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন জানান, ঈদের পরে কিছু পরিবহন টিকিটের মূল্য বেশি রাখে। এটি বন্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • টিকিটের দাম বেশি রাখায় ৪ পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা
  • টিকিটের মূল্য বেশি রাখায় ৪ পরিবহন প্রতিষ্ঠানকে জরিমানা