গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা তদন্তে অপারগতা, দুজনের পদত্যাগ
Published: 27th, January 2025 GMT
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্র) সমন্বয়কদের ওপর হামলার ঘটনা তদন্তে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তদন্ত কমিটির সভাপতি ও সদস্যসচিব।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। দুজন হলেন- তদন্ত কমিটির প্রধান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন আব্দুল্লাহ আল আসাদ ও সদস্যসচিব শেখ রাসেল হলের প্রভোস্ট মো.
আব্দুল্লাহ আল আসাদ বলেন, ‘‘শারীরিকভাবে অসুস্থ থাকায় আমার পক্ষে তদন্ত করা সম্ভব নয়। তাই, রেজিষ্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’’
মো. শাহবউদ্দিন বলেন, ‘‘আমাকে না জানিয়ে কমিটির সদস্যসচিব করে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু, শারীরিকভাবে অসুস্থ ও পারিবারিক সমস্যা থাকায় আমার পক্ষে তদন্ত কাজে সহায়তা করা সম্ভব নয়। যে কারণে পদত্যাগপত্র জমা দিয়েছে।’’
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. এনামউজ্জামান বলেন, ‘‘সমন্বয়কদের ওপর হামলার ঘটনা তদন্তে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও সদস্যসচিব। বিষয়টি উপাচার্যকে জানানো হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’’
এর আগে, গত ২৫ জানুয়ারি পরীক্ষা শেষে বের হলে ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগকে আটক করেন সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে সোহাগের অনুসারী ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় দুই সমন্বয়কসহ ৫ জন আহত হন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে শরীফুল ইসলাম সোহাগকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানার মামলা করেছেন।
ঢাকা/বাদল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সদস যসচ ব তদন ত ক পদত য গ কম ট র
এছাড়াও পড়ুন:
গরমে ত্বকে টোনার ব্যবহার কেন জরুরি ?
গরমের দিনে ঘাম,ধুলা, দূষণে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। এ সময় বাইরে বের হলে ত্বকে সানস্ক্রিন ব্যবহার খুবই জরুরি। এর পাশাপাশি এই মৌসুমে ত্বকের পরিচর্যায় স্কিন মিস্ট এবং স্কিন টোনার প্রয়োজন। ত্বকে আর্দ্র বজায় রাখতে সাহায্য করে এই দুই উপকরণ। এছাড়াও ত্বক সতেজ রাখতে সাহায্য করে এই দুই পদ্ধতি। বাড়িতেই খুব সহজে আপনি ফেস মিস্ট এবং স্কিন টোনার বানিয়ে নিতে পারবেন। তাহলে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না। এই দুই পদ্ধতি র্যাশ, চুলকানি, ইনফেকশন,ত্বক লালচে হয়ে যাওয়া, জ্বালাভাব দূর করতে সাহায্য করে।
যেভাবে বানাবেন ফেস মিস্ট ও টোনার
গোলাপজল: বাজারে অনেক কোম্পানিরই গোলাপজল কিনতে পাওয়া যায়। বাড়িতে পানির মধ্যে গোলাপের পাঁপড়ি দিয়ে হালকা আঁচে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে পানি ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। মেকআপ করার আগে হোক, ফেসওয়াশ ব্যবহারের পর, বাড়ির বাইরে থাকলেও তুলোর মধ্যে অল্প করে এই তরল স্প্রে করে নিয়ে ভালভাবে মুখ মুছে নিন। এতে ত্বক থাকবে আর্দ্র, মোলায়েম। ত্বকে আসবে সজীবতা।
শসা, পুদিনা পাতা: ছোট ছোট টুকরো করে শসা কেটে নিন। পানির মধ্যে পুদিনা পাতা আর এই শসার টুকরো দিয়ে রেখে দিন স্প্রে বোতলে। ফেস মিস্ট হিসেবে দারুণভাবে কাজ করবে এই উপকরণ। অনেকে ডিটক্স ড্রিঙ্ক হিসেবেও এই পানীয় খেয়ে থাকেন নিয়মিত। গরমের সময় এই পানীয় খেতে পারলে শরীর ঠান্ডা থাকবে এবং শরীরের ভিতরে জমে থাকা যাবতীয় টক্সিন বা দূষিত পদার্থ বেরিয়ে যাবে। যার ফলে শরীর ভেতর থেকে পরিষ্কার হবে।
গ্রিন টি এবং ক্যামোমাইল টি : এই দু'ধরনের চায়ের টি-ব্যাগ পানিতে ফুটিয়ে নিন। চাইলে গরম পানিতে টি-ব্যাগ ডুবিয়ে রাখতে পারেন। এরপর ওই মিশ্রণ ঠান্ডা করে ছেঁকে স্প্রে বোতলে ভরে নিন। গ্রিন টি এবং ক্যামোমাইল টি থেকে থেকে দুই ধরনের তরল আপনি টোনার এবং ফেস মিস্ট দু'ভাবেই ব্যবহার করতে পারবেন। এই উপকরণ ত্বকের ফোলাভাব কমাতে সাহায্য করবে । নিয়মিত এই মিশ্রণ ব্যবহারে ত্বক হবে আর্দ্র, মোলায়েম এবং উজ্জ্বল। ত্বকে সজীবতা বজায় রাখতেও সাহায্য করে এই মিশ্রণ।