গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা তদন্তে অপারগতা, দুজনের পদত্যাগ
Published: 27th, January 2025 GMT
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্র) সমন্বয়কদের ওপর হামলার ঘটনা তদন্তে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তদন্ত কমিটির সভাপতি ও সদস্যসচিব।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। দুজন হলেন- তদন্ত কমিটির প্রধান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন আব্দুল্লাহ আল আসাদ ও সদস্যসচিব শেখ রাসেল হলের প্রভোস্ট মো.
আব্দুল্লাহ আল আসাদ বলেন, ‘‘শারীরিকভাবে অসুস্থ থাকায় আমার পক্ষে তদন্ত করা সম্ভব নয়। তাই, রেজিষ্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’’
মো. শাহবউদ্দিন বলেন, ‘‘আমাকে না জানিয়ে কমিটির সদস্যসচিব করে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু, শারীরিকভাবে অসুস্থ ও পারিবারিক সমস্যা থাকায় আমার পক্ষে তদন্ত কাজে সহায়তা করা সম্ভব নয়। যে কারণে পদত্যাগপত্র জমা দিয়েছে।’’
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মো. এনামউজ্জামান বলেন, ‘‘সমন্বয়কদের ওপর হামলার ঘটনা তদন্তে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও সদস্যসচিব। বিষয়টি উপাচার্যকে জানানো হবে। তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।’’
এর আগে, গত ২৫ জানুয়ারি পরীক্ষা শেষে বের হলে ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম সোহাগকে আটক করেন সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে সোহাগের অনুসারী ছাত্রলীগকর্মীরা হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় হামলায় দুই সমন্বয়কসহ ৫ জন আহত হন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে শরীফুল ইসলাম সোহাগকে প্রধান করে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানার মামলা করেছেন।
ঢাকা/বাদল/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সদস যসচ ব তদন ত ক পদত য গ কম ট র
এছাড়াও পড়ুন:
টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৭
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও সাতজন। বুধবার সন্ধ্যায় উপজেলার টুঙ্গিপাড়া-বাঁশবাড়িয়া সড়কের ড. এমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পার-ঝনঝনিয়া গ্রামের মাহফুজ শেখের ছেলে মারুফ শেখ (১৮) ও একই গ্রামের কামাল শেখের ছেলে মোহাননেত শেখ (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম। তিনি জানান, মোটরসাইকেলে মারুফ শেখ (১৮) তার এক বন্ধুকে নিয়ে পার ঝনঝনিয়া থেকে পাটগাতি বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পাটগাতি বাজার থেকে ছেড়ে আসা বাঁশবাড়িয়াগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হন ৯ জন।
ওসি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহেন্দ্র যাত্রী মোহাননেত শেখ (১৬) মারা যান। পরে অবস্থার অবনতি হলে মারুফ শেখকে গোপালগঞ্জ আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া বাকি আহতদের টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।