কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর
Published: 27th, January 2025 GMT
আফ্রিকা মহাদেশের দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে আছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২৭ জানুয়ারি) আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, ডি আর কঙ্গোতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি সব শান্তিরক্ষী নিরাপদে আছেন। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে।
এ বছরের শুরু থেকেই কঙ্গোর সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী এম২৩ যোদ্ধাদের সংঘর্ষ হচ্ছে। সংঘর্ষে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত বিভিন্ন দেশের ১৩ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ৯ জন, মালাউয়ির তিন জন এবং উরুগুয়ের এক জন সেনা রয়েছেন। এসব সেনা ডি আর কঙ্গোর পূর্বাঞ্চলের গোমা শহর থেকে এম২৩ গোষ্ঠীর যোদ্ধাদের হটিয়ে দিতে সংঘর্ষে জড়িয়েছিলেন।
ঢাকা/হাসান/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টেকনাফে অপহৃত যুবক উদ্ধার, ২ নারী গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, টেকনাফ পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত সাব্বির আহম্মদকে উদ্ধার করা হয়।
এতে ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে একদল অপহরণকারী সাব্বির আহম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের অভিযোগের ভিত্তিতে নৌবাহিনীর একটি দল অভিযান শুরু করে। শুক্রবার (২৮) দুপুর ৩টার দিকে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বড় হাবিরপাড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত সাব্বির আহম্মদকে উদ্ধার করা হয়।
আইএসপিআর আরো জানায়, নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণ চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়। উদ্ধারের সময় সাব্বির আহম্মদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তীতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন জানান, দুই নারীকে নৌবাহিনী টেকনাফ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/তারেকুর/বকুল