সুস্থ হয়ে স্ত্রী-সন্তান নিয়ে কোথায় গেলেন সাইফ
Published: 27th, January 2025 GMT
নিজ বাড়িতে হামলার ৬ দিন পর হাসপাতাল থেকে অবশ্য ছাড়া পান সাইফ আলী খান। এরপর থেকে বাড়িতেই ছিলেন তিনি। কিছুটা সুস্থ হতেই স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে বাড়ি থেকে বেরতে দেখা গেল তাকে। তার সঙ্গে দেখা গেল ছেলে ইব্রাহিমকেও।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে, বান্দ্রার ‘ফরচুন হাইটস’ থেকে বেরিয়েছিলেন সাইফ। তার পরনে ছিল নীল টি-শার্ট, ডেনিম জিন্স। চোখে রোদচশমা। তবে দ্রুত গাড়িতে উঠে পড়েন তিনি। তাকে ঘিরে ছিল কঠোর নিরাপত্তা। পুলিশ ছাড়াও ছিলেন অন্য নিরাপত্তারক্ষীরা। যদিও সাইফ কোথায় গিয়েছিলেন তা জানা যায়নি।
মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পান সাইফ। এরপর স্ত্রী-সন্তান নিয়ে ফেরেন পুরনো বাড়ি বান্দ্রার ‘ফরচুন হাইটস’-এ।
চিকিৎসকের পরামর্শ, আগামী ২ মাস অভিনেতাকে বিশ্রামে থাকতে হবে। শুটিং, জিম একেবারে বাদ।
কয়েকদিন আগে গভীর রাতে নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হন সাইফ। মেরুদণ্ডের নিচে ছুরির একাংশ গেঁথে গিয়েছিল। আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনই লীলাবতী হাসপাতালে জটিল অস্ত্রোপচার হয় তার। অবশেষে স্বাভাবিক জীবনে তিনি ফিরতে চলেছেন, তা স্পষ্ট হল এদিনের ভিডিওতে। সূত্র: হিন্দুস্থান টাইমস।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
৮০ টাকা বেতনে বিজ্ঞাপনী সংস্থায় চাকরি, এরপর যেভাবে বিশ্বখ্যাত নির্মাতা হয়ে ওঠেন সত্যজিৎ
আজ বিশ্বখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের চলে যাওয়ার দিন। ১৯৯২ সালের এই দিনে তাঁর পৃথিবীর ভ্রমণ শেষ হয়। চলচ্চিত্রের এই কিংবদন্তিকে নিয়ে প্রথম আলোয় বেশ কিছু লেখা ছাপা হয়েছে আগে। তারই একটি আবার পড়ুন।
বেঁচে থাকলে আজ ফেলুদা, প্রফেসর শঙ্কু, তপসে, জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলীর মতো জনপ্রিয় চরিত্রের স্রষ্টা, তীক্ষ্ণধী লেখক, সংগীতজ্ঞ, নকশাবিদ এবং বিশ্বচলচ্চিত্রের শ্রেষ্ঠ পরিচালকদের অন্যতম চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বয়স হতো ১০৪ বছর। ১৯২১ সালের আজকের এই দিনে কলকাতা শহরের খ্যাতনামা এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায় ছিলেন বাংলা কবিতা ও শিশুসাহিত্যের সেরা লেখকদের একজন। দক্ষ চিত্রকর ও সমালোচক হিসেবেও সুকুমার রায়ের খ্যাতি ছিল। সত্যজিতের বয়স যখন তিন বছর, তখন তাঁর বাবা সুকুমার রায়ের মৃত্যু হয়। এরপর মা সুপ্রভা দেবী বহু কষ্টে তাঁকে লালন–পালন করেন।
বার্লিন চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে কলকাতার বিমানবন্দরে সুপ্রিয়া, উত্তমকুমার, সত্যজিৎ রায় ও বিজয়া রায়