সালমান এফ রহমান আরো ৩ দিনের রিমান্ডে
Published: 27th, January 2025 GMT
ঢাকার যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থলেই মারা যান মো.
ঢাকা/মামুন/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক গ্রেফতার
কানাডার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন বার্বাডোসে পুলিশের হেফাজতে রয়েছেন। সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে। প্রথমে ‘জ্যামাইকা গ্লিনার’ পত্রিকা এই তথ্য জানায়। ২৬ বছর বয়সী কার্টনকে রোববার (৩০ মার্চ) আটক করা হয়। তবে গ্রেফতারের নির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে ক্রিকেট কানাডা (সিসিএ) এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা পুরো পরিস্থিতি নজরে রাখছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা নিকোলাস কার্টনের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তার আটকের বিষয়ে অবগত আছি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আমরা পরিস্থিতির সব আপডেট পর্যবেক্ষণ করছি।’’
সংস্থাটি স্বচ্ছতা ও নৈতিকতার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি জানিয়েছে, এই ঘটনার পরও দলের প্রস্তুতি ব্যাহত হবে না। ‘‘এই পরিস্থিতির সমাধান হওয়ার আগ পর্যন্ত আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমাদের জাতীয় দল আগামী নর্থ আমেরিকা কাপের প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগী রয়েছে’’ —বিবৃতিতে আরও উল্লেখ করা হয়।
আরো পড়ুন:
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন সভাপতি মোহসিন নকভি
বিশ্বকাপ বাছাইয়ের বিমানে বাংলাদেশ নারী দল
কানাডা আগামী ১৮ এপ্রিল থেকে কেম্যান দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া ‘নর্থ আমেরিকা কাপের’ প্রথম আসরে অংশ নেবে। এই টুর্নামেন্টে কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্র, বারমুডা, বাহামাস এবং আয়োজক দেশ কেম্যান দ্বীপপুঞ্জ প্রতিদ্বন্দ্বিতা করবে।
তবে নিকোলাস কার্টনের এই অবস্থায় আসন্ন টুর্নামেন্টে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, এখনো তার দলে থাকা না থাকা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বার্বাডোসে জন্ম নেওয়া কার্টন কানাডার ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। কানাডার হয়ে খেলার আগে তিনি ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন এবং ঘরোয়া ক্রিকেটে বার্বাডোসের প্রতিনিধিত্ব করেছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান কানাডার হয়ে এখন পর্যন্ত ২১টি ওয়ানডেতে ৫১৪ রান এবং ২৮টি টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন।
ঢাকা/আমিনুল