৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে উইন্ডিজের টেস্ট জয়
Published: 27th, January 2025 GMT
মুলতান টেস্টে ৩৪ বছরের খরা কাটিয়ে পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ১২০ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনল ক্যারিবিয়ানরা।
পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ে ওয়েস্ট ইন্ডিজের শেষ স্মৃতি ১৯৯০ সালে। এবার সেই স্মৃতি নতুন করে উজ্জ্বল করল ক্যারিবিয়ানরা। তবে পাকিস্তানের জন্য এটি ঘরের মাঠে আরও একটি বিব্রতকর হার। প্রথম টেস্টে দাপুটে জয় পেলেও দ্বিতীয় টেস্টে তাদের গড়ে তোলা স্পিন উইকেটই কাল হলো স্বাগতিকদের।
স্পিনারদের সহায়ক মুলতান পিচে বলের দাপট ছিল পুরো ম্যাচজুড়ে। প্রথম দিনে ২০ উইকেট এবং দ্বিতীয় দিনে ১৪ উইকেট পড়ায় ধারণা করা হচ্ছিল, তৃতীয় দিনেই ম্যাচ শেষ হয়ে যাবে। ঠিক তাই হলো। তৃতীয় দিন সকালে ৪ উইকেটে ৭৬ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান দ্রুত ধসে পড়ে।
সকালের সেশনে প্রথমে বিদায় নেন সৌদ শাকিল। ৩০ বলে ১৩ রান করা শাকিলের বিদায়ের পর বেশি সময় টিকতে পারেননি কাশিফ আলীও। ১২ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৭৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।
মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩৩ বলে ১৫ রান করা সালমানকে ফিরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান। দলের হয়ে শেষ ভরসা হয়ে ছিলেন রিজওয়ান। তবে তিনিও ৬২ বলে ২৫ রান করে ওয়ারিকানের শিকারে পরিণত হন।
এরপর দ্রুতই পাকিস্তানের বাকি ব্যাটাররা গুটিয়ে গেলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। ওয়ারিকান একাই শিকার করেন ৫ উইকেট। তার বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানের বড় জয় তুলে নেয়।
এই জয়ে টেস্ট ইতিহাসে আরেকটি দারুণ অধ্যায় যুক্ত হলো ওয়েস্ট ইন্ডিজের। তাদের এই জয় বাংলাদেশকেও এনে দিয়েছে সুবিধা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ম স্থানে থেকে এই চক্র শেষ করল বাংলাদেশ। পাকিস্তান জিতে গেলে বাংলাদেশের অবস্থান নেমে যেতে পারত ৮ম স্থানে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিটিভি ও পুরোনো তিন চ্যানেলে আজ যা দেখতে পারেন
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
সকাল ৭টা ৩০ মিনিটে ‘নতুন ভোর’। সকাল ৮টা ১৫ মিনিটে আঞ্চলিক গানের অনুষ্ঠান। সকাল ৯টা ১০ মিনিটে ‘পাপেট শো’ (পর্ব-০২)। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘বক্স অফিস’ (পর্ব-০২)। দুপুর ১২টায় ‘শহীদের রক্ত স্বাক্ষর’ (পর্ব-৪)। বিকেল ৪টা ৪৫ মিনিটে ‘প্রিয় শিল্পীর প্রিয় গান’। শিল্পী: রিজিয়া পারভীন, আলম আরা মিনু, মুহিন খান, মিমি আলাউদ্দিন, ছন্দা মনি, দিঠি আনোয়ার, জুলি শার্মিলি। বিকেল ৫টা ৩৫ মিনিটে বিশেষ নৃত্যানুষ্ঠান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আগুনঝরা সন্ধ্যা’। ৭টায় ‘ব্যান্ড শো’। রাত ৮টা ৩০ মিনিটে ‘ইত্যাদি’ (সংকলিত)। ১০টায় বিশেষ নাটক। ১১টা ৫ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান। শিল্পী: আলম আরা মিনু ও পলাশ।
এটিএন বাংলা
সকাল ৮টায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ইসলামি অনুষ্ঠান। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বন্ধু তুই আমার’। অভিনয়ে তানভীর, জান্নাত মীম, হোসেন নিরব। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক ‘ছাত্রী পড়ানো নিষেধ’। অভিনয়ে আরশ খান, সামিরা। রাত ৮টা ৪৫ মিনিটে নাটক ‘নিয়তি’। অভিনয়ে মুশফিক আর ফারহান, আইশা খান। ১০টা ৩০ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘টিউন উইথ ঐশী’। ১১টায় বিশেষ টেলিফিল্ম ‘আমি শুধু চেয়েছি তোমায়’। অভিনয়ে জোভান, তটিনী।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ঘোর’। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, ইমতিয়াজ বর্ষণ। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মেঘবালিকা’। অভিনয়ে অপূর্ব, নাজনীন নীহা। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা। ৭টা ৫০ মিনিটে নাটক ‘লাভ মি মোর’। অভিনয়ে তৌসিফ, মারিয়া শান্ত, বহ্নি হাসান, পারসা ইভানা। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘ভাগাও ডটকম’। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা।
এনটিভি
সকাল ৮টায় নৃত্যানুষ্ঠান ‘মন মহুয়ার তালে’। বেলা ২টা ৩০ মিনিটে নাটক ‘কাজল ভোমরা’। অভিনয়ে সামিরা খান মাহি, জোনায়েদ বোগদাদী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘রূপবানের প্রেম’। অভিনয়ে তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার। ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘মায়া ফুল’। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা খান। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক ‘মুসাফিরখানা’। অভিনয়ে নিলয়, হিমি। ১১টা ৫ মিনিটে একক নাটক ‘নিয়ামত’। অভিনয়ে মুশফিক আর ফারহান, আইশা খান। ১২টা ১ মিনিটে ‘তারুণ্যের গান’। ব্যান্ড: মাদল।