বিপিএলে বিদেশি ছাড়া ম্যাচ খেলার রেকর্ড রাজশাহীর
Published: 27th, January 2025 GMT
বিপিএলে সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলানোর নিয়ম ছিল একটা সময়ে। সেখান থেকে কমিয়ে চারজন করা হয়েছে বেশ আগে। একাধিক বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলের সমান্তরালে চলায় তিন বছর আগে চারজন করে বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম রাখলেও বাধ্যতামূলক করা হয় দু’জন। অর্থাৎ ন্যূনতম দু’জন বিদেশি ক্রিকেটার খেলাতে হবে। গতকাল সে রেকর্ডও ভেঙে ফেলেছে দুর্বার রাজশাহী।
চুক্তির টাকা না পেয়ে ম্যাচ খেলতে রাজি হননি বিদেশি ক্রিকেটাররা। ফলে বিসিবির নির্দেশনায় টেকনিক্যাল কমিটি ১১ জন দেশি ক্রিকেটার নিয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলার অনুমোদন করে।
বিপিএলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান মিডিয়াকে বলেছেন, ‘টেকনিক্যাল কমিটি যদি মনে করে যৌক্তিক কারণ এবং ম্যারিট আছে, ইভেন্টের স্বার্থে তখন যে সিদ্ধান্ত নেওয়া হবে ওটা বাইন্ডিং।’
বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিপিএল প্লেয়িং কন্ডিশনের ১.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বনানীতে পথচারীকে চাপা দেওয়া ট্রাকচালক গ্রেপ্তার
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহতের ঘটনায় জড়িত ট্রাক চালককে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার ক্রাইম ইউনিট। রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই চালকের নাম টিটন ইসলাম।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার রাতে তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার সকাল ছয়টার দিকে বনানী এলাকায় চেয়ারম্যান বাড়ি ইউটার্নে ট্রাকচাপায় দুজন নিহত হন। নিহত একজনের নাম মিনারা আক্তার। তিনি একজন পোশাক শ্রমিক। অপরজনের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় সকাল থেকে বনানী চেয়ারম্যানবাড়ি সড়কের উভয়পাশ অবরোধ করেন দুটি কারখানার পোশাক শ্রমিকরা। এতে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর অন্যান্য এলাকাতেও। রোজার মধ্যে তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
সোমবার সকাল থেকে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যানবাহন চলাচল বন্ধ থাকে। রাজধানীর খিলগাঁও, ফার্মগেট, কারওয়ানবাজার, মহাখালী, মিরপুর, মগবাজারেও বনানীর যানজটের প্রভাব পড়ে। অফিসগামী মানুষরা রোজা রেখে যানজটে তীব্র ভোগান্তির কথা জানিয়েছেন।