পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর, ২০২৪) ও নয় মাসের (জুলাই-ডিসেম্বর, ২০২৪) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০.

৩২ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১৮.৩০ টাকা। সে হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ২.০২ টাকা বা ১১.০৪ শতাংশ বেড়েছে।

এদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৩.২৬ টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৯.৩৮ টাকা। এ হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা ৩.৮৮ টাকা বা ৭.৮৬ শতাংশ বেড়েছে। 

২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১২.৭৯ টাকায়।

ঢাকা/এনটি/

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ স ব বছর র

এছাড়াও পড়ুন:

ফুটবলার মোরসালিনের বিবাহ বিচ্ছেদ, স্ত্রীর মামলা প্রত্যাহার

বিবাহ বিচ্ছেদ হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মোরসালিনের। তার বিরুদ্ধে করা যৌতুকের মামলা প্রত্যাহার করেছেন স্ত্রী সেঁজুতি বিনতে সোহেল।

দুই পক্ষের মধ্যে আপস হয়েছে, এ কথা জানিয়ে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহর আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেন সেঁজুতি। আদালত তা মঞ্জুর করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানিয়েছেন, মোরসালিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নক্ষত্র। দুই পক্ষের অনুরোধে সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়। আজ আদালতে উভয় পক্ষ হাজির হয়ে আপসনামা দাখিল করে। আদালত সেঁজুতির দায়ের করা যৌতুক দাবির মামলা প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছেন। মামলা প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত।

৮ লাখ টাকা দেহমোহরে বিয়ে করেন মোরসালিন এবং সেঁজুতি। দেনমোহরের ৮ লাখ টাকার মধ্যে আজ সেঁজুতিকে নগদ ৬ লাখ টাকা দেন মোরসালিন। ২ লাখ টাকার চেক দেওয়া হয়েছে, যা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নগদায়ন করবেন মর্মে আপসনামায় উল্লেখ করা হয়েছে।

যৌতুক দাবির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি শেখ মোরসালিনের বিরুদ্ধে আদালতে মামলা করেন সেঁজুতি বিনতে সোহেল।

মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ২৯ নভেম্বর শেখ মোরসালিনের সঙ্গে সেঁজুতি বিনতে সোহেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই ব্যক্তিগত গাড়ি কিনতে ২০ লাখ যৌতুক দেওয়ার জন্য চাপ দিতে থাকেন মোরসালিন। বিয়ের পর সেঁজুতি বুঝতে পারেন যে, মোরসালিন পরধনলোভী ও পরনারীতে আসক্ত।   

আরো অভিযোগ করা হয়, সেঁজুতিকে বাবার সব সম্পত্তি বিক্রি করে টাকা দিতে বলেন মোরসালিন। যৌতুকের টাকার জন্য সেঁজুতির ওপর মানসিক ও শারীরিক নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন তিনি। সেঁজুতি সইতে না পেরে বাবার বাসায় চলে আসেন।

২০২৪ সালের ১০ ডিসেম্বর রাত ১০টায় মোরসালিন তার শ্বশুরবাড়িতে যান। এ সময় সেঁজুতি মোরসালিনের জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে থাকেন। তখন মোরসালিন বলেন, “আমি খাবার খেতে আসিনি। ২০ লাখ টাকা নেওয়ার জন্য এসেছি।” সেঁজুতির বাবা-মা বলেন, ২০ লাখ টাকা যৌতুক দেওয়ার সামর্থ তাদের নেই। তখন মোরসালিন সেঁজুতি ও তার বাবা-মাকে গালাগালি করেন ও হুমকি দেন। 

ঢাকা/এম/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • ফুটবলার মোরসালিনের বিবাহ বিচ্ছেদ, স্ত্রীর মামলা প্রত্যাহার
  • বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • বাটা সুর ৪৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • রাষ্ট্র পাপ করলে রক্ত দিয়ে পরিস্কার করতে হয়: ব্যারিস্টার ফুয়াদ
  • লরিয়াসে বর্ষসেরা উদীয়মান ইয়ামাল, সেরা দল রিয়াল
  • ঢাকাবাসী গত ৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিয়েছেন
  • ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • তিন কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
  • মেঘনা ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • যমুনা ব্যাংকের ২৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা