১০ ঘণ্টায়ও নেভেনি সীতাকুণ্ডের আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
Published: 27th, January 2025 GMT
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি তেলের দোকান থেকে লাগা আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত ১৫ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কুমিরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
তবে ১০ ঘণ্টার চেষ্টায়ও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি। সোমবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ভয়াবহতা কমলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
রোববার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার টিএনটি রোডের সামনে ওয়াজেদ মার্কেটের পাশে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন জ্বলতে দেখে তাৎক্ষণিক নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয় স্থানীয় লোকজন। মুহূর্তেই চারদিক ছড়িয়ে পড়ে আগুন। এতে প্রায় ১৫টি দোকান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। দোকানগুলোর মধ্যে রয়েছে, ফার্নিচারের শো-রুম, স্টেশনারি, গার্মেন্টসের জুট, চা স্টল, জ্বালানি তেলের দোকান ও রড সিমেন্টের দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চার ইউনিট। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুই ইউনিট।
ওয়াজেদ মার্কেটের মালিক জহির বলেন, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জ্বালানি তেলের দোকানে থেকে আগুনে সূত্রপাত হয়। এতে প্রায় ১৫টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, খবর পেয়ে কুমিরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসে পযায়ক্রমে ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার সকাল ১০টা পেরিয়ে গেলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইউন ট
এছাড়াও পড়ুন:
কথা-কাটাকাটি থেকে যুবককে ছুরিকাঘাতে হত্যা
বগুড়া শহরের মালতিনগর এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে পারভেজ আলম নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৮টার দিকে মালতীনগর আর্ট কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। পারভেজ আলম মালতীনগর খন্দকারপাড়া এলাকার জহুরুল আলমের ছেলে।
স্থানীয় একটি দোকানে কাজ করতেন পারভেজ আলম। কাজ শেষে বাসায় ফেরার সময় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। আশপাশের লোকজন পারভেজকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) একেএম মঈন উদ্দিন বলেন, পূর্ব বিরোধের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে বলে জেনেছি। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।