রাজশাহীর বিদেশিদের চেয়ে দেশি ক্রিকেটাররাই সেরা: আশরাফুল
Published: 27th, January 2025 GMT
পারিশ্রমিক না পাওয়ার কারণে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অংশ নেননি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। ফলে পুরোপুরি দেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে নামে বিপিএলের নতুন এই ফ্র্যাঞ্চাইজি। তবুও শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে তারা ২ রানের জয় তুলে নিয়েছে। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১৯ রানের পুঁজি গড়ে রাজশাহী। জবাবে রংপুর ৪৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বিপর্যস্ত হয়। শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ৩১ বলে অপরাজিত ৫২ রান করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন।
ম্যাচ শেষে রাজশাহীর দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করেন রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তার মতে, রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের চেয়ে দেশিরাই ভালো খেলেছেন।
সংবাদ সম্মেলনে আশরাফুল বলেন, ‘ম্যাচের আগে শুনেছিলাম তাদের বিদেশিরা নাও খেলতে পারে। আমার কাছে মনে হয়েছে, তাদের দেশি ক্রিকেটাররাই বিদেশিদের চেয়ে ভালো খেলেছেন। এবারের বিপিএলে দলগুলোতে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারের সংখ্যা তুলনামূলক কম।’
রাজশাহীর ইনিংসে শেষদিকে সানজামুল ইসলামের ২৯ বলে ২৮ রানের ইনিংসকে ম্যাচ ঘুরিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন আশরাফুল। তবে রংপুরের বোলারদের পরিকল্পনার ঘাটতিও তিনি দায়ী করেন। তিনি বলেন, ‘আমাদের বোলাররা শেষদিকে যেখানে বল করা উচিত ছিল, সেখানে বল করতে পারেনি। বিশেষ করে রানা যদি ইয়র্কার বা ব্যাক অব লেন্থে বল করত, তাহলে অন্যকিছু হতে পারত। সানজামুল ভালো ব্যাটিং করেছেন এবং শেষদিকে তাদের জন্য গুরুত্বপূর্ণ রান এনে দিয়েছেন।’
রাজশাহীর বিপক্ষে মাঠে ফিরে সৌম্য সরকার ৮ রান করেই আউট হন। তবে আশরাফুল আত্মবিশ্বাসী যে তিনি দ্রুত ছন্দে ফিরবেন, ‘সৌম্য আমাদের মূল খেলোয়াড়। গ্লোবাল টি-টোয়েন্টিতে ও অসাধারণ খেলেছে। ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজে ভালো পারফর্ম করেছে। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছে। আজকের উইকেট কঠিন ছিল। তবে ২ ম্যাচ বাকি আছে, আশা করি সৌম্য সেরা ফর্মে ফিরবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইউক্রেনে জেলেনস্কির বিকল্প নেতা খুঁজছে যুক্তরাষ্ট্র!
ইউক্রেনে শান্তিচুক্তির জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পদত্যাগ করা লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎস। তিনি বলেছেন, ‘ইউক্রেনের একজন নেতা প্রয়োজন, তিনি আমাদের সঙ্গে কাজ করতে পারবেন। তিনি শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবেন এবং এই যুদ্ধ থামাতে পারবেন।’ খবর- সিএনএন
গণমাধ্যমের সামনেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নজিরবিহীন বাগবিতণ্ডার পর এ কথা বললেন তিনি। বাগবিতণ্ডার এ ঘটনাটি নিয়ে নানা আলোচনা চলছে বিশ্বজুড়ে। ওই ঘটনার পর ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঐতিহাসিক চুক্তি হওয়ার কথা ছিল, সেটিও বাতিল হয়ে যায়। আর এর পরই ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে শুরু হয় আলোচনা।
এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। শুক্রবারের ওই ঘটনায় সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের গড়া ওয়াশিংটন-কিয়েভ সম্পর্ক ভেঙে পড়েছে। এই প্রকাশ্য দ্বন্দ্ব ন্যাটোর ইউরোপীয় সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে।
যদিও ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আবারও এক টেবিলে বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ইউক্রেন ও রাশিয়া-দুই পক্ষই আলোচনায় না বসলে যুদ্ধ থামবে না। হোয়াইট হাউসে শুক্রবার ট্রাম্প-জেলেনস্কি বিতণ্ডার পর থেকে ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আর কথা হয়নি। যুদ্ধ থামানোর জন্য রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে হবে। তবে তাদের প্রতি বৈরী মনোভাব রাখলে, মস্কোকে আলোচনায় যুক্ত করা সম্ভব হবে না। কোনো চুক্তি করার ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এই মনোভাবই দেখিয়ে আসছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, সবকিছু আবার শুরু হতে পারে। আশা করি, তিনি (জেলেনস্কি) এটা বুঝতে পারবেন যে আমরা আসলে আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আগে, তাঁর দেশকে সাহায্যের চেষ্টা করছি।’