ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জ বাজারে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে চরহাজিগঞ্জ পদ্মা নদীর পাড়ে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার গাজিটেক ইউনিয়ন কৃষকদলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. ফিরোজ মাস্টার। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো.

শহিদুল ইসলাম (ভিপি শহীদ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সেক্রেটারি মো. মুরাদ হোসেন ও উপজেলা বিএনপির সেক্রেটারী আব্দুল কুদ্দুস।

উপজেলা কৃষক দলের সেক্রেটারী মো. ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের সদস্য ঢাকা মহানগর উত্তর জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন-মহাসচিব সরোয়ার হোসেন, গাজিরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী প্রামাণিক, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, যুব দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল বারী দিপু খান, উপজেলা ছাত্রদল সভাপতি সুভ সালাউদ্দিন মোল্লা প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম (ভিপি শহীদ) বলেন, শহীদ জিয়াউর রহমান কৃষকদের জন্য কাজ করে গেছেন। বেগম খালেদা জিয়াও কৃষকদের কল্যাণে কাজ করেছেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে কৃষকদের কম খরচে অধিক ফসল উৎপাদনসহ ন্যায্য অধিকার দেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ষকদল ক ষকদল র দল র স ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রেস সচিব এ কথা বলেন।

ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। এসব শুল্ক আরও যুক্তিসংগত করার উপায় খুঁজে বের করতে দ্রুত ও কার্যকরভাবে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা শুল্কবিষয়ক জটিলতা নিরসনে প্রয়োজন।

প্রেস সচিব আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও আমাদের বৃহত্তম রপ্তানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করে আসছি।’

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের চলমান কার্যক্রম শুল্ক সমস্যা সমাধানে সহায়তা করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।’

আরও পড়ুনবাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র৮ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ