বিপিএলের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড এতদিন ধরে ছিলেন সাকিব আল হাসান। এবার সেই রেকর্ড ছুঁয়ে, নিজেকে আরও ওপরে নিয়ে গেলেন রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে দুই উইকেট নিয়ে তাসকিন হয়ে গেলেন বিপিএলের বোলিং ইতিহাসের নতুন শীর্ষ তারকা।  

২০১৯ সালে ঢাকা ডায়নামাইটসের হয়ে সাকিব ১৫ ম্যাচে নিয়েছিলেন ২৩ উইকেট। রংপুরের বিপক্ষে গতকালের ম্যাচে তাসকিন তার এই রেকর্ডকে ছাপিয়ে গেলেন। ইনিংসের চতুর্থ বলেই স্টিভেন টেইলরকে উইকেটকিপার আকবর আলীর ক্যাচে ফেরান তাসকিন। এরপর ১৯তম ওভারের চতুর্থ বলে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে গড়েন নতুন ইতিহাস।  

তাসকিনের আগে বিপিএলের এক মৌসুমে ২২টি করে উইকেট শিকার করেছিলেন কেভন কুপার, মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান। ২০১৫ সালে কেভন কুপার বরিশাল বুলসের হয়ে মাত্র ৯ ম্যাচে এই কীর্তি গড়েন। ২০১৯ সালের আসরে সাকিবের ২৩ উইকেটের পাশাপাশি মাশরাফি নিয়েছিলেন ২২ উইকেট।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল র কর ড উইক ট

এছাড়াও পড়ুন:

‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগে আইসিবির শর্ত শিথিল

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগ সীমা ৫ শতাংশ হতে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থাৎ এখন থেকে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারবে আইসিবি।

মঙ্গলবার (২২ এপ্রিল) ৯৫২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আবেদনের প্রেক্ষিতে এবং দেশের পুঁজিবাজারের স্থিতিশীলতা বিবেচনায় মূলভিত্তি সম্পন্ন ও ভবিষ্যৎ সম্ভাবনাময় সিকিউরিটিজে অধিক বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিসমূহের একক শেয়ারে সর্বোচ্চ বিনিয়োগ সীমা ৫ শতাংশ হতে আইসিবিকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, এক্ষেত্রে আইসিবি কর্তৃক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ) বিধিমালা, ২০১৮ এর প্রাসঙ্গিক বিধিমালা যথাযথভাবে পরিপালন করতে হবে। এ ছাড়া,কমিশনের পত্র নং-BSEC/SRMID /2011/1240/847; তারিখ: অক্টোবর ২৯, ২০১৯ এর আওতায় শেয়ার ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালক কর্তৃক শেয়ার ধারণ সংক্রান্ত কমিশনের নোটিফিকেশন নং-BSEC/CMRRCD/2009-193/217/Admin/ 90; তারিখ: মে ২১, ২০১৯ এর প্রাসঙ্গিক শর্তাবলী যথাযথভাবে পরিপালন করতে হবে।

ঢাকা/এনটি/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • কাশ্মীরে পর্যকটদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশি
  • ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগে আইসিবির শর্ত শিথিল
  • দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট
  • শ্রীলঙ্কার ইস্টার বোমা হামলায় নিহতদের স্বীকৃতি দিল ভ্যাটিকান