একত্রে থাকতে হবে গণঅভ্যুত্থানের সব শক্তিকে
Published: 27th, January 2025 GMT
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব শক্তিকে একসঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে গণঅভ্যুথানে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ১৬ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
আদিলুর রহমান খান বলেছেন, ‘ফ্যাসিবাদ বারবার আসার চেষ্টা করবে, আমাদের প্রধান কাজ তাদের প্রতিহত করা। ফ্যাসিবাদ যেন কখনোই মাথা তুলে দাঁড়াতে না পারে। বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তিকে চিরস্থায়ীভাবে মাটিচাপা দেওয়া হবে। কিন্তু সেই চিরস্থায়ীভাবে মাটিচাপা দেওয়ার পরও তারা আবার বের হওয়ার চেষ্টা করে; তাই প্রতিহত করার জন্য ভিজিলেন্স থাকতে হয়।’
৫ আগস্টের শক্তির মধ্যে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এটা হতে দেওয়া যাবে না। জুলাই-আগস্ট গণঅভ্যুথানের সব শক্তিকে একসঙ্গে থাকতে হবে; যেন ফ্যাসিবাদ কখনও ফিরে আসতে না পারে; যেন অন্য কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানোর সুযোগ না পায়। যেন সাহস না পায়।’
বাংলাদেশের গড়ে তোলা প্রতিরোধ সারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে আছে বলেও উল্লেখ করেন আদিলুর রহমান খান। তিনি বলেন, সারা পৃথিবীর তরুণেরা যখন সংগ্রাম করবে, তখন বাংলাদেশের তরুণদের মতো করবে।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলান, ছাত্র প্রতিনিধি আদৃতা ইবনাদ নাবিলা, আজিম আহমেদ সিফাত, আরাফাত রায়হান সাকিব, শহীদ সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম, শহীদ আশরাফুল ইসলাম অন্তরের মা হামিদা ভানু প্রমুখ।
সংস্কার ও নির্বাচনের প্রসঙ্গ তুলে শিল্প উপদেষ্টা বলেন, ‘সংস্কার ও নির্বাচনের উত্তর হঠাৎ করে দিতে পারব না। কেন দিতে পারব না; সেটাও জানেন। এ ব্যাপারে আমি এককভাবে একটা কথা বলে গেলে কাজ হবে না। কারণ, এখানে আমাদের অবস্থানটা রাজনৈতিক ঐকমত্যের ওপরে। এর অন্যথা (হলে) কী হতে পারত সেটাও আপনারা জানেন।’
গণঅভ্যুথানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি এ সময় বলেন, অভ্যুত্থানের প্রায় ছয় মাস হয়ে গেছে। হতাহতের পরিবারের অসংখ্য প্রশ্ন, তাদের যেসব আকাঙ্ক্ষা ছিল, তা অবাস্তবায়িত অবস্থায় আছে। তাদের সন্তানদের আত্মত্যাগ এখনও জ্বলন্ত।
এ সরকারের অনেক চ্যালেঞ্জের কথা জানিয়ে আদিলুর রহমান খান বলেন, ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। কীভাবে চেষ্টা করছি? মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের যেভাবে দায়িত্ব নিয়েছে; এই জুলাইয়ের যোদ্ধারা একইভাবে দায়িত্ব নেবেন। সেটার অধিদপ্তরও প্রায় তৈরি হয়ে গেছে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফের একসঙ্গে ‘তোরা দেখ রে চাহিয়া’ বিজ্ঞাপনের সেই তিনজন
১৬ বছর আগে প্রচারিত গাজী পাম্পের জনপ্রিয় বিজ্ঞাপন এখনও অনেকের মনে গেঁথে আছে। ‘তোরা দেখ দেখ দেখ রে চাহিয়া/কৃষক ক্ষেতে পানি দেয় গাজী পাম্প দিয়া’- এই জিঙ্গেল তখন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বিজ্ঞাপনটিতে অভিনয় করেছিলেন সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, অভিনয়শিল্পী ডা. এজাজুর রহমান ও নাসরিন। এই ত্রয়ী আবারও একফ্রেমে আসছেন একই কাজের জন্য!
নতুন বিজ্ঞাপন প্রসঙ্গে নাসরিন বলেন, ‘১৬ বছর আগে আমরা একসঙ্গে গাজী পাম্পের বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এখন আবারও একই প্রজেক্টে একসঙ্গে কাজ করছি-এটা সত্যিই দারুণ লাগছে।’
তিনি জানান, ঢাকার অদূরে আজ বিজ্ঞাপনটির শুটিং চলছে। নতুন বিজ্ঞাপনের ধারণা ও নির্মাণ কেমন হবে, তা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, আগের জিঙ্গেলের সুর ও আবহ ধরে রেখেই আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে বিজ্ঞাপনটি।
এতে কুদ্দুস বয়াতির কণ্ঠ বা আগের মতোই একই ধরনের উপস্থাপনা থাকবে কি-না-এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে শিল্পীদের দাবি, আগের জনপ্রিয়তা মাথায় রেখেই বিজ্ঞাপনটি তৈরি করা হচ্ছে, যাতে পুরনো দর্শকরা নস্টালজিক হন এবং নতুন প্রজন্মও এর প্রতি আগ্রহী হয়।
কৃষকদের জন্য তৈরি গাজী পাম্প তখনকার সময়ে যে জনপ্রিয়তা পেয়েছিল, তার একটি বড় কারণ ছিল এই তিন শিল্পীর অসাধারণ উপস্থিতি এবং গান। দর্শকদের জন্য নতুন বিজ্ঞাপনটি কতটা আকর্ষণীয় হয়, সেটাই এখন দেখার বিষয়।