জামালপুরে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের প্রতিবাদে শহরের দয়াময়ী চত্বরে সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তারা।
আন্দোলনরতরা জানান, ৫ আগস্টের পর থেকে জামালপুরের বিভিন্ন স্থানে মিছিল করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে শহরের দয়াময়ী চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার না করা ও আসামিদের দ্রুত জামিনের প্রতিবাদ জানান তারা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতাসহ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখায় যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় পথচারীদের। এ সময় ছাত্রলীগ নেতা সন্দেহে একজনকে আটক করে পুলিশ। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.

কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আন্দোলনের যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে বসে আলোচনা করব। প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে।’

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

ফাইল ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ