রক্তাক্ত সীমান্ত পেরিয়ে কি বন্ধুত্ব হয়?
Published: 26th, January 2025 GMT
বাংলাদেশের সব সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দাবি করেছে। সরকারের পক্ষ থেকে এটি এক ধরনের দাবি হলেও জনগণের কাছে এটি ছিল প্রত্যাশা। স্বাধীনতার পর থেকেই আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চেয়ে এসেছি।
ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। আমাদের মানচিত্রের তিন দিক ঘিরেই ভারত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অবদান কখনোই আমারা অস্বীকার করি না। কিন্তু শুধু মধুর অতীত নিয়ে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। যে কোনো সম্পর্কে নতুন নতুন মাত্রা যোগ করতে হয়। সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হলে দুই পক্ষকেই ছাড় দিতে হয়। অথচ গত ৫৩ বছরে ভারতের দিক থেকে দেখা গেছে এর বিপরীত চিত্র।
স্বাধীনতার পাঁচ বছর পরেই পানির ন্যায্য হিস্যা পেতে মওলানা ভাসানীকে লংমার্চ করতে হয়েছিল। আজও অভিন্ন নদীগুলো নিয়ে আমরা সমঝোতায় পৌঁছাতে পারিনি। তিস্তা নিয়ে কথা হচ্ছে বহু বছর। শুষ্ক মৌসুমে পানি না পাওয়া, ভরা মৌসুমে বানের পানি ছেড়ে দেওয়া যেন সাধারণ বাস্তবতা। এ ছাড়া ভারসাম্যহীন বাণিজ্য চুক্তি দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দাবিকে বারবার প্রশ্নবিদ্ধ করছে।
দুই দেশের সম্পর্কের পারদ যতে উষ্ণ বা শীতলই থাকুক; সীমান্তে নিরবচ্ছিন্ন শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। ৫ আগস্ট-পরবর্তী সময়ে দুই দেশের মাঝে বিরাজ করছে শীতলতম সম্পর্ক। এর মধ্যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণ উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে।
বাস্তবত হচ্ছে, গত ১৬ বছরে দুই সরকারপ্রধানের সঙ্গে সম্পর্ক অনেক উচ্চতায় পৌঁছালেও দুই দেশের জনগণের মাঝে সম্পর্কের উন্নয়ন হয়নি, বরং তা তলানিতে ঠেকেছে। তিন তিনটি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আরোহণ ও অব্যাহত রাখতে আওয়ামী লীগ ভারতের আঞ্চলিক আধিপত্যের সুযোগ নিয়েছে। এর ফলে ধীরে ধীরে ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্র থেকে বড় দাদাসুলভ এক প্রতিবেশীতে পরিণত হয়েছে। বাংলাদেশ সীমান্তে উত্তেজনা সৃষ্টি তারই অংশ। অবশ্য বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি কখনোই খুব বন্ধুত্বপূর্ণ ছিল না। প্রতিবছর এখানে বহু হতাহতের ঘটনা ঘটে।
অথচ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার জন্য বাংলাদেশে প্রায়শ তাগিদ দিয়ে যাচ্ছে। এ জন্য দুই দেশের মধ্যে নিয়মিত পতাকা বৈঠকও হয়। একই প্রতিশ্রুতি দেওয়া হয় বারবার। কিন্তু সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না, বরং উত্তেজনা বাড়ছেই।
এদিকে এসব হত্যাকাণ্ডের কোনো বিচারও হয় না। এজন্য বিএসএফকে জবাবদিহির আওতায় আনা যায়নি। ফলে হত্যাকাণ্ড আরও বাড়ছে। সীমান্তে এত হত্যাকাণ্ডের নজির বিশ্বে বিরল। সীমান্তে এভাবে নিরীহ বেসামরিক লোকদের হত্যা করা নিশ্চিতভাবেই ফৌজদারি অপরাধ। ভারতের ফৌজদারি আইন তো বটেই, আন্তর্জাতিক আইনেও এগুলো অপরাধ। কেউ সীমান্ত লঙ্ঘন করলে তাকে গ্রেপ্তার বা পুশব্যাকের সুযোগ আছে। কিন্তু নিরীহ মানুষকে এভাবে সরাসরি গুলি করে হত্যার নজির বিশ্বের কোথাও নেই।
সীমান্তে বিএসএফের বর্বরতার নজির হয়ে আছে ফেলানী। ওই কিশোরীকে হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল ২০১১ সালের ৭ জানুয়ারি। ১৪ বছর হয়ে গেল; আজও বাংলাদেশ ফেলানী হত্যার বিচার পায়নি। ফেলানী হত্যার জন্য দায়ী বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচার তো ভারত করেইনি, উপরন্ত তাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। বিষয়টি পরে ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যদিও সেখানে ফেলানীর মামলার শুনানি অজ্ঞাত কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত।
বাংলাদেশ শুধু প্রতিবেশী রাষ্ট্রই নয়; দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২২-২৩ সালে এ দু্ই দেশের মধ্যে প্রায় ১৫.
বিদ্যমান সীমান্ত হত্যার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে ভারত কর্তৃক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ। বিজিবি সব জায়গায় এর প্রতিবাদ করেছে। এর ফলে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত রেখেছে। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বলেছেন, ভারত বিদ্যমান চুক্তি অনুযায়ীই বেড়া নির্মাণ করছে। আন্তর্জাতিক আইনানুযায়ী নো ম্যানস ল্যান্ডের ১৫০ গজের ভেতরে কোনো পক্ষই স্থায়ী কোনো স্থাপনা বা বেড়া নির্মাণ করতে পারবে না। তাহলে প্রশ্ন, বিগত সরকার ভারতের সঙ্গে কী চুক্তি করেছে? বাংলাদেশ কি ভারতকে ১৫০ গজের মধ্যে বেড়া নির্মাণের জন্য সম্মতি দিয়েছে? যদি তা-ই হয়, তবে বর্তমান সরকারকে এ বিষয়টি পরিষ্কার করতে হবে।
আমরা ভারতের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক চাই। পারস্পরিক স্বার্থকে উপেক্ষা করে কোনো সুসম্পর্কই টেকসই হতে পারে না। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘কোনো একক রাজনৈতিক দল’ বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ‘বাংলাদেশের জনগণ’-এর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। আমরাও সেটা বিশ্বাস করতে চাই। কিন্তু রক্তাক্ত সীমান্ত পার হয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কীভাবে হতে পারে?
শুধু সীমান্তে শান্তি নয়; বাংলাদেশ-ভারত সম্পর্ক তথা পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও উন্নয়নের জন্যই ভারতকে তার প্রতিবেশী দেশগুলোর দিকে বন্ধুত্বের হাত বাড়াতে হবে। এ ক্ষেত্রে সাম্য ও সমতা দুটোই দরকার। আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও এর বিকল্প নেই।
এরশাদুল আলম প্রিন্স: আইনজীবী, প্রাবন্ধিক
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কাতারে ড. ইউনূস: পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিশ্ববাসীর উদ্দেশে বলেছেন, “আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই।”
তিনি বলেছেন, “বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। এটি এমন এক চুক্তি যেখানে রাষ্ট্র ও জনগণ, বিশেষ করে যুবসমাজ, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা, ঐতিহ্য, ন্যায়বিচার, মর্যাদা এবং সুযোগের ভিত্তিতে একটি ভবিষ্যৎ একত্রে গড়ে উঠবে।”
মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বিশ্ববাসীর প্রতি এই আশার বার্তা শোনান প্রধান উপদেষ্টা।
আরো পড়ুন:
কাতারের আমিরের মায়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ড. ইউনূস বলেন, “আমাদের বন্ধু ও অংশীদারদের অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য, পাশাপাশি সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে আহ্বান জানাই, যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক।”
তিনি বলেন, “এটি এমন এক সামাজিক চুক্তি, যেখানে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগণের ক্ষমতায়ন মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হবে।”
প্রধান উপদেষ্টা তার বক্তৃতায় একটি সহনশীল, সমৃদ্ধ ও টেকসই ভবিষ্যতের স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি বলেন, “তবে এখন এমন নানা হুমকি রয়েছে, যা আমাদের উন্নয়নকে বিপথে ঠেলে দিতে পারে।”
তিনি বলেন, “আমরা এমন এক সময় পার করছি, যেখানে বহুপাক্ষিকতা হুমকির মুখে, জলবায়ু পরিবর্তন দ্রুততর হচ্ছে, ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। নতুন নতুন নীতিমালা, প্রযুক্তি এবং শাসন পদ্ধতি আমাদের পৃথিবীকে দ্রুত রূপান্তরিত করছে, যা অতীতের অনেক অনুমানকে অচল করে দিচ্ছে।”
“এখন আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার পুনরুজ্জীবনের প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি,” যোগ করেন তিনি।
বিশ্ববাসীর প্রতি উদাত্ত আহ্বান রেখে ড. ইউনূস বলেন, “আসুন আমরা সাহসী হই। একটি এমন পৃথিবী গড়ি, যেখানে কেউ এতটা দরিদ্র না হয় যে, সে স্বপ্ন দেখতে না পারে এবং কোনো স্বপ্ন এত বড় না হয় যে, তা অর্জন করা যায় না।”
“ভবিষ্যৎ এমন কিছু নয়, যা আমরা উত্তরাধিকার হিসেবে পাই। এটি এমন কিছু, যা আমরা তৈরি করি। এবং আমাদের প্রত্যেকেরই এতে একটি করে ভূমিকা রয়েছে,” বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, “সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের উদ্ভাবন, সহমর্মিতা এবং সম্মিলিত কর্মকাণ্ডের সক্ষমতাও ব্যাপক।”
কাতারের প্রশংসা করে ড. ইউনূস বলেন, কাতার যেভাবে আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্যোগ নিয়েছে, তা দেখাচ্ছে কীভাবে একটি দেশ উদ্ভাবন, ঐতিহ্য ও অংশীদারিত্বের মাধ্যমে জলবায়ু সংকট, সামাজিক বৈষম্য এবং কর্মসংস্থানের ভবিষ্যৎ মোকাবিলা করতে পারে।”
ড. ইউনূস তার মূল বক্তব্যে সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেন।
তিনি কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসের এবং ভাইস চেয়ারপারসন ও সিইও শেখ হিন্দ বিনতে হামাদ আল থানিকে সময়োপযোগী ও চমৎকার এই শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
দোহায় মঙ্গলবার শুরু হওয়া দুই দিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়ীত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।
এই শীর্ষ সম্মেলন এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে ঐতিহ্যবাহী জ্ঞান ও উদ্ভাবনী পন্থাগুলো আধুনিক টেকসই উন্নয়নে কীভাবে অবদান রাখতে পারে, তা অনুসন্ধান করা হয়, যা একটি আরো সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে সহায়তা করবে।
প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা সোমবার কাতারের স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টাকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা থেকে সফরসঙ্গীদের নিয়ে কাতারের উদ্দেশে রওনা দেন প্রধান উপদেষ্টা।
আর্থনা সম্মেলনের ফাঁকে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ড. ইউনূস।
ঢাকা/হাসান/রাসেল