কুয়াকাটায় আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি
Published: 26th, January 2025 GMT
‘হামলা-ভাঙচুর, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজিসহ নানা অপকর্ম করছে বিএনপির কিছু নেতাকর্মী। আওয়ামী লীগ তো ১৬ বছর ক্ষমতায় টিকে ছিল, এভাবে চলতে থাকলে আমাগো বিএনপি পাঁচ বছরও টিকতে পারবে না।’ এসব কথা বললেন কুয়াকাটার লতাচাপলী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ মুসুল্লী।
তিনি বলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার অপকর্মে জড়িত থাকায় তাঁর সঙ্গে অন্য নেতাদের বিরোধ। আওয়ামী লীগ যা করেছে, সেই একই কাজ করলে একদিন আমাদেরও একই পরিণতি হবে। তখন তো আমরা কেউই রেহাই পাব না। চাঁদাবাজির প্রতিবাদ করায় মৎস্যজীবী দলের সভাপতি রুহুল আমিনকে ইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমাদুল। গুরুতর আহত রুহুল ঢাকায় চিকিৎসাধীন।
একই ধরনের অভিযোগ করেন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মাওলানা মো.
লতাচাপলী ইউনিয়নের পাশেই খাপড়াভাঙা নদীর তীরে আছে তিনটি ইটভাটা। এর মধ্যে একটি বন্ধ। অন্য দুটির মালিক আওয়ামী লীগ নেতা। এসব ইটভাটার মাটি সংগ্রহ করা হয় নদীর তীর থেকে। গত অক্টোবরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করে। ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডাক্তার বলেন, সেলিম হাওলাদার তাঁর ভগ্নিপতি সোহরাব খাঁ ও ভাগনে মেহেদী খাঁকে দিয়ে মাটি কাটাচ্ছেন।
গত ৫ আগস্ট থেকে হামলা-দখলবাজি-চাঁদাবাজি করছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী। কোনো কিছুই তোয়াক্কা করছে না তারা। তাদের আচরণে অতিষ্ঠ লোকজন। এমনকি তাদের হামলা থেকে রেহাই পাননি নিজ দলের নেতাকর্মী, সাংবাদিক, প্রশাসনের কর্তাকর্তারা। এসব অভিযোগ প্রসঙ্গে সেলিম হাওলাদার বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যারা দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না, তারাই এসব করছে।’
গত ৪ জানুয়ারি সৈকতের কাছে মসজিদের সামনে অবৈধ স্থাপনা নির্মাণ শুরু করেন পৌর শ্রমিক দলের সহসভাপতি জসিম মৃধার নেতৃত্বে বিএনপির কয়েক নেতাকর্মী। এ সময় পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বাধা দিলে তাদের গালাগাল করা হয় ও হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযানে বাধা দেয়। পিটিয়ে গুরুতর জখম করে ভেকু চালককে। এমনকি ইউএনও, এসিল্যান্ড, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশকে অবরুদ্ধ করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এ ঘটনায় মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আ ন ম মুরাদুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১৯ জনের নামসহ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে লাঠিসোটা নিয়ে আমিসহ এসিল্যান্ড, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা চালানো হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।’
৫ আগস্টের পর কুয়াকাটায় হোটেল সানরাইজসহ বেশ কয়েকটি দোকানপাট দখল করার অভিযোগ উঠেছে কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকারের বিরুদ্ধে। এ ছাড়া গত ১২ জানুয়ারি রাতে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক কে এম বাচ্চু খলিফা ও তাঁর বাবা ইউনুছ খলিফাকে পিটিয়ে জখম করে আলী হোসেন খন্দকার, তাঁর ছেলে ছাত্রলীগ কর্মী সম্রাট, শ্রমিক দলের সহসভাপতি জসিম মৃধা ও তাদের সহযোগীরা।
৫ আগস্টের পর পারিবারিক শত্রুতার জেরে সাংবাদিক নাসিরউদ্দিন বিপ্লবের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করা হয়। পরে তাঁর গ্রামের বাড়ির একটি ঘর ভেঙে নেয় এবং অপরটি দখল করে দুর্বৃত্তরা। ওই হামলায় নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান ও তাঁর ভাই মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন ও লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান। নাসির উদ্দিন বিপ্লব তাঁর পরিবার নিয়ে এখনও পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে গত ৬ জানুয়ারি সন্ধ্যায় কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমানের মোবাইল ফোনে বাস কাউন্টার দখলে নেওয়ার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘বিএনপি ও অঙ্গসংগঠন মিইল্লা চূড়ান্ত সিদ্ধান্ত হইছে, এইখানে বিআরটিসি বাসের কুয়াকাটা ও তুলাতলীর কাউন্টার ৯ ওয়ার্ডের বিএনপির কমিটি মিইল্লা ভোগ করবে।’ এ প্রসঙ্গে মতিউর রহমান বলেন, তাঁর বক্তব এডিট করা হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ন ব এনপ র ন ত কর ম র রহম ন ক দল র আওয় ম
এছাড়াও পড়ুন:
‘আর কোনো দিন বাবার সঙ্গে কথা বলতে পারব না’
‘‘যাওয়ার সময় বাবা বলেছিল, তুই যাবি নে? আমি বলেছিলাম, না বাবা আমার শরীর খারাপ। বমি হচ্ছে, আমি যাব না। বাবা বলেছিল, আর কোনো জায়গায় তোকে নিয়ে যাব না। ওই দিন বাবার সঙ্গে শেষ কথা হয়েছিল। আর কোনো দিন কথা বলতে পারব না বাবার সঙ্গে। বাবা আমারে কয়ে থুয়ে গেছিল, তুই থাকিস আমি আসবনে।’’
বাবার মরদেহের পাশে বসে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল চট্টগ্রামের জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত কুষ্টিয়ার আশীষ মন্ডলের ৯ বছরের মেয়ে আনুশকা মন্ডল পরী।
এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে আশীষের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কুষ্টিয়া শহরের কুমারগাড়া ঘোষপাড়ায় বাড়িতে পৌঁছালে তার স্বজনেরা আহাজারি করতে থাকেন। তাকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ভিড় করে এলাকাবাসী। বাড়িতে গিয়ে দেখা যায়, বার বার মূর্ছা যাচ্ছিলেন আশীষের স্ত্রী। স্বজনেরা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। সে সময় পাশে দাঁড়িয়ে ছিলেন আশীষের শ্বশুর মিহির বিশ্বাস।
আরো পড়ুন:
চট্টগ্রামে সড়কের সেই অংশে লাল পতাকা স্থাপন
মোটরসাইকেলে এক পরিবার, যশোরে বাসের ধাক্কায় শেষ তিনজন
কথা হলে চোখ মুছে তিনি বলেন, ‘‘গত রবিবার (৩০ মার্চ) কুষ্টিয়া থেকে আশীষ তার ভাইয়ের ছেলে দুর্জয়কে নিয়ে পিকনিকে যাওয়ার জন্য ঢাকায় বোনের বাড়িতে যায়। সেখানে থেকে বোন সাধনা রানী মন্ডল, ভগ্নিপতি দিলীপ কুমার বিশ্বাস, ভাগনি আরাধ্য বিশ্বাসসহ কয়েকজন মাইক্রোবাসে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পড়ে। এতে আশীষ, তার বোন ও ভগ্নিপতির মৃত্যু হয়।’’ ওই সড়ক দুর্ঘটনায় মোট ১০ জন মারা যায়।
তিনি বলেন, ‘‘আজ বৃহস্পতিবার দুপুরে আশীষের নিথর দেহ বাড়িতে পৌঁছেছে। এখন কীভাবে চলবে এই পরিবার এই ভেবে আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে।’’
স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আশীষ মন্ডল স্থানীয় বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। কর্মস্থলের কাছাকাছি কুষ্টিয়া শহরের নিজ বাড়িতে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকতেন। খুব ছোটবেলায় মামা তাকে গ্রাম থেকে নিয়ে এসেছিলেন। সেই সূত্রে মামা বাড়ির পাশেই জমি কিনে স্থায়ী বসবাস করছেন। নিহত আশীষ মন্ডল কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত যতীন্দ্রনাথ মন্ডলের ছেলে।
এদিকে, ভাগনেকে হারিয়ে বাকরুদ্ধ মামা গোপাল চন্দ্র বিশ্বাস। কথা হলে তিনি বলেন, ‘‘আশীষের যখন দেড় বছর বয়স, তখন আমি তাকে আমার কাছে নিয়ে এসেছি। সন্তানের মতো কোলে-পিঠে করে তাকে বড় করেছি।’’
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছিল আশীষ। বিবাহিত জীবনে তার ৯ বছরের একটি মেয়ে আছে।
ঢাকা/কাঞ্চন/বকুল