ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন দল, ৩০০ আসনে প্রার্থী: রিফাত রশিদ
Published: 26th, January 2025 GMT
‘‘ফেব্রুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে। জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে আগামীতে ছাত্রদের রাজনৈতিক দল দেশের ৩০০ আসনে প্রার্থী দেবে। তারা বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবেন।’’
রবিবার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের মোহাম্মদ আলী-ইয়াকুব আলী স্কুল মাঠ প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় এ কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ।
তিনি বলেন, ‘‘কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন-পীড়ন করতে চায়; জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তাহলে জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে।’’
সভায় সাভারের আমিনবাজার, ভাকুর্তা, কাউন্দিয়া ও তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ও অংশ নেওয়া শিক্ষার্থীরা ৫ আগস্ট-পরবর্তী নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পরও সাভার-আশুলিয়ায় চাঁদাবাজি বন্ধ হয়নি।
এ সময় আরো উপস্থিত ছিলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি শেফালী সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, সহ সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র প্রমুখ।
ঢাকা/সাব্বির/এনএইচ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মেসি খেলবেন না বলে বিনা মূল্যে টিকিট
ইন্টার মায়ামির ম্যাচ দেখা যাবে বিনা মূল্যে—এটুকু শুনে খুশি হবেন যে কেউই।
ইন্টার মায়ামি মানে লিওনেল মেসির ম্যাচ। আর মেসির ম্যাচে টিকিট পাওয়াটাই যেখানে সংগ্রামের ব্যাপার, সেখানে বিনা মূল্যে টিকিট পাওয়া তো বিস্ময়কর ঘটনাই! আর বিস্ময়কর সেই ঘটনা ঘটতে চলেছে মায়ামির পরবর্তী ম্যাচে। তবে বড় একটা ‘কিন্তু’ আছে এখানে। মায়ামি খেলবে ঠিকই, মেসি খেলবেন না। আর মেসি খেলবেন না বলেই দর্শকের জন্য টিকিট নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায়। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটি অনুষ্ঠিত হবে হিউস্টন ডিনামোর মাঠ শেল এনার্জি স্টেডিয়ামে। মেসির খেলা দেখার জন্য হিউস্টনের অনেক দর্শক আগেভাগেই টিকিট কিনে ফেলেন। তবে মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো মেসিকে ম্যাচটি না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এক সপ্তাহের মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলা মেসিকে সামনের ব্যস্ততা মাথায় রেখে হিউস্টনের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছে। খবরটি হিউস্টন দর্শকদের জন্য হতাশারই। কারণ, হিউস্টন ডিনামো ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ যখন মায়ামির মুখোমুখি হয়, তখন মেসি ছিলেন না। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন।
এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ খেলা মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে।