মৌলভীবাজারে ‘ভারতীয়দের আঘাতে’ বাংলাদেশির মৃত্যু
Published: 26th, January 2025 GMT
বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আহাদ আলী (৩৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, “মৃতদেহ মর্গে রয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
আরো পড়ুন:
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় মামলা
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫
নিহত আহাদ আলী একই ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।
কর্মধা ইউনিয়নের বাসিন্দা শাহীন আহমদ জানান, রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগিরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহাদ আলীকে। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।
কর্মধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিলভার স্টার পতেঙ্গা বলেন, “আমি শুনেছি, সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।”
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান হেলাল আহমেদ বলেন, “শুনেছি ভারতীয়দের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল দূরে হওয়ায় আমি সেখানে যেতে পারিনি।”
ঢাকা/আজিজ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঘোরাঘুরি শেষে বাসায় ফিরে ত্বকের যত্নে করণীয়
ঈদে বাইরে অনেক ঘোরাফেরা করার সুযোগ তৈরি হয়। কিন্তু বাইরের ধুলোবালি আর রোদের তাপে মুখের ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। মুখের ত্বককে ক্ষতির হাত থেকে বাঁচাতে বাইরে থেকে ঘরে ফিরে ত্বকের আলাদা যত্ন নিতে হবে। ঠিকমতো ত্বকের যত্ন না নিলে ত্বকের ব্রণ এবং পোড়াদাগ দেখা দিতে পারে।
ডা. রেবেকা সুলতানা লিজা, অ্যায়েসথেটিক ডার্মাটোলজিস্ট একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘বাইরে থেকে এসে প্রথম ভালো করে হাত ধুয়ে নেবেন। এরপর মুখ পরিষ্কার করবেন। যারা মুখে ভারী মেকআপ দেবেন তারা চেষ্টা করবেন মেকআপ ক্লিনজার দিয়ে আগে মেকআপ তুলে ফেলার জন্য। অথবা অলিভ অয়েল দিয়েও মেকআপ তুলে নিতে পারেন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করে নিতে হবে।’’
রেবেকা সুলতানা আরও বলেন, ‘‘ঘোরাঘুরি শেষে ঘরে ফিরে পানি পান করতে হবে। এতে শরীরের আদ্রতা ঠিক থাকবে। বাইরে থাকার ফলে রোদে, তাপে অনেক ঘাম হতে পারে। অতিরিক্ত ঘাম হলে ঘরে ফিরে স্যালাইনও খেতে পারেন।’’
যারা বাইক নিয়ে ঘুরতে বের হবেন তাদের জন্য রয়েছে ভিন্ন নির্দেশনা। বাইক নিয়ে বের হলে মাথায় ধুলাবালি জমতে পারে। মাথায় ময়লা জমে থাকলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। খুকশি হতে পারে। এমনকি মাথায় ময়লা জমে থাকলে মুখের ত্বকেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। তাদের ক্ষেত্রে রেবেকা সুলতানার পরামর্শ, বাসায় ফিরে শাওয়ার নেবেন। এবং অবশ্যই অবশ্যই শ্যাম্পু করবেন।
বাইরে থেকে অনেক ঘেমে বাসায় ফিরে যদি গোসল না করেন, তাহলে চুলকানি, ঘামাচি অথবা ছত্রাকে আক্রান্ত হতে পারেন।
ঢাকা/লিপি