মৌলভীবাজারে ‘ভারতীয়দের আঘাতে’ বাংলাদেশির মৃত্যু
Published: 26th, January 2025 GMT
বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে আহাদ আলী (৩৪) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া নামক স্থানে ঘটনাটি ঘটে।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, “মৃতদেহ মর্গে রয়েছে। হত্যাকারী ভারতীয় নাগরিক বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
আরো পড়ুন:
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় মামলা
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫
নিহত আহাদ আলী একই ইউনিয়নের এওলাছড়া বস্তি এলাকার ইউনুছ আলীর ছেলে।
কর্মধা ইউনিয়নের বাসিন্দা শাহীন আহমদ জানান, রবিবার দুপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি নাগরিক আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগিরা আন্তর্জাতিক সীমানা রেখার ১০৮৩ এর ৩৪ এস এর ৫ গজ ভেতরে ঢুকে আহাদ আলীকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় আহাদ আলীকে। সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সঙ্গে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে।
কর্মধা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিলভার স্টার পতেঙ্গা বলেন, “আমি শুনেছি, সীমান্তে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।”
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়াম্যান হেলাল আহমেদ বলেন, “শুনেছি ভারতীয়দের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল দূরে হওয়ায় আমি সেখানে যেতে পারিনি।”
ঢাকা/আজিজ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ল্যাম্পসের ৯ মাসে লোকসান কমেছে ৫৪.৭৩ শতাংশ
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৩৬) টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৫.৪৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১২.০৬)। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান কমেছে ৬.৬০ টাকা বা ৫৪.৭৩ শতাংশ।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.২৪ টাকা।
ঢাকা/এনটি/ইভা