Risingbd:
2025-03-03@17:18:48 GMT

ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন

Published: 26th, January 2025 GMT

ভারতে প্রজাতন্ত্র দিবস উদযাপন

যথাযথ মর্যাদায় ভারতে উদযাপিত হলো প্রজাতন্ত্র দিবস। রবিবার (২৬ জানুয়ারি) দেশটির ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সেজেছে নয়াদিল্লির রাজপথ থেকে কলকাতার রেড রোড। রয়েছে দেশজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা। এদিন সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

রাষ্ট্রপতি ছাড়াও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, দেশটির তিন বাহিনীর (স্থল বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী) প্রধান এবং দিল্লিতে নিযুক্ত বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা। এ বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। 

এদিন সকাল ১০টার দিকে দিল্লিতে জাতীয় স্মৃতিসৌধে (ওয়ার মেমোরিয়াল) শহীদ ভারতীয় সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী, সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধানরা। এরপর সেখান থেকে দিল্লির কর্তব্য পথে (দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে কর্তব্য পথ রাখা হয়) আসেন প্রধানমন্ত্রী। কিছু পরেই সেখানে পৌঁছান উপ-রাষ্ট্রপতি। এরপর প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে সেখানে এসে পৌঁছান রাষ্ট্রপতি। দেশটির জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শুরু হয়। 

এরপর কামান দিয়ে ২১টি গান স্যালুট ও জাতীয় সংগীত বেজে ওঠে। প্রজাতন্ত্র দিবসের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর জওয়ানদের শারীরিক কসরত। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন মন্ত্রণালয়ের তরফ থেকে সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়। এর পাশাপাশি ভারতীয় স্থল-সেনাবাহিনীর ব্রাহ্মস মিসাইল, পিনাকা রকেট সিস্টেম, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, টি-৯০ ভীষ্ম ট্যাংক, দ্য নাগ মিসাইল সিস্টেম; ভারতীয় বিমানবাহিনীর সি-১৩০জে সুপার হারকিউলিস, সি-১৭ গ্লোবমাস্টার, সুখোই-৩০ যুদ্ধবিমান এবং ভারতীয় নৌবাহিনীর তিনটি ডর্নিয়ার এয়ারক্রাফট প্রদর্শিত হয়। 

ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যকার মজবুত দ্বিপাক্ষিক সম্পর্কের অংশ হিসেবে এদিনের কুচকাওয়াজে অংশ নেয় ইন্দোনেশিয়া থেকে আগত দেশটির সেনাবাহিনীর ‘মার্চপাস্ট এবং ব্যান্ড’ বিভাগের একটি প্রতিনিধিদল। 

প্রায় এক ঘণ্টার এই অনুষ্ঠানে দেশটির জাতীয় সংগীতের মধ্যে দিয়ে স্থানীয় সময় সাড়ে ১২টা নাগাদ অনুষ্ঠানের সমাপনী হয়। শেষে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আগত সকল অতিথিদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী মোদি। 

প্রজাতন্ত্র দিবসের সময় যে কোনো নাশকতা ও হামলার আশঙ্কায় দিল্লিসহ আশপাশের ছয় স্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। দিল্লিজুড়ে মোতায়েন করা হয়েছিল ৭০ কোম্পানি আধা-সামরিক বাহিনী এবং ৭০ হাজার নিরাপত্তা রক্ষী। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, মিজোরাম, গুজরাট, বিহার, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানাসহ প্রতিটি রাজ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। 

এদিকে, কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিসহ রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্যরা। রেড রোডের এই অনুষ্ঠানে সকলের নজর কাড়ে ভারতীয় সেনাবাহিনীর রবোটিক কুকুর ‘সঞ্জয়’। যার পোশাকি নাম ‘এমইউএলই’ বা ‘মাল্টি ইউটিলিটি লেগ ইকুইপমেন্ট’; যেটি সব আবহাওয়ায় গাছে চড়া, পাহাড়ে ওঠাসহ সব কাজ করতে পারে। 

ঢাকা/সুচরিতা/এনএইচ 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ষ ট রপত মন ত র

এছাড়াও পড়ুন:

ছিনতাইকারীর কবলে অভিনেতা, দিলেন ঘটনার বিবরণ

শুটিং শেষে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়লেন অভিনেতা হারুন রশিদ (বান্টি)। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন অভিনেতা নিজেই।

সামাজিকমাধ্যমে বিষয়টি জানিয়ে হারুন রশিদ লেখেন, কাঞ্চন ৩০০ ফিট থেকে কুড়িল বিশ্বরোড রাত বিরাতে সাবধানে। আজকে আমি কট খেয়েছি কাল আপনি খেতে পারেন। ওই রোডে রাতে সিএনজি স্টার্ট বন্ধ হলে ধরে নেবেন আপনি কট। যেমনটা আমার হয়েছে। শরীরের ওপর দিয়া যায় নাই টাকার ওপর দিয়ে গেছে।

টাকা-পয়সা নিলেও ছিনতাইকারীরা মোবাইল নেননি এই অভিনেতার। তার ভাষ্য, নাটক করি বলে মোবাইলটা দিয়া গেছে। ধন্যবাদ ছিনতাইকারী ভাইয়েরা।

ঘটনার বিবরণ দিয়ে হারুন রশিদ জানান, ৩০০ ফিট থেকে কমলাপুর যাওয়ার জন্য কাঞ্চন ব্রিজ থেকে একটা সিএনজিতে উঠেছিলেন তিনি। পাঁচ মিনিট যাওয়ার পরই অন্ধকারাচ্ছন্ন এক জায়গায় গাড়ির স্টার্টজনিত সমস্যার কথা বলে দাঁড়িয়ে যায় ড্রাইভার। এরপরই কয়েক ছিনতাইকারী এসে ঘিরে ধরে অভিনেতাকে। এ সময় তার সঙ্গে থাকা ৯ হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

অভিনেতা বলেন, ওদের হাতে চাপাতি ছিল। সে কারণে ওরা বলার সঙ্গে সঙ্গে মানিব্যাগ, মোবাইল দিয়ে দিই। সঙ্গে ব্যাগ ছিল। খুব স্মার্ট ছেলেপেলে। বলছিল, ব্যাগে জামা কাপড় ছাড়া কিছু নাই। অন্য এক ছেলে বলছিল উনি তো অভিনয় করেন। ওনার মোবাইলটা নিস না। নিলে আমরা ঝামেলায় পড়ব। টাকাগুলো নিয়ে ওনাকে বিদায় কর। আমাকে শুনিয়েই কথাগুলো বলছিল। খুব অল্প সময়ের মধ্যেই কাজটি হয়ে গেল। এরপর ওরা বাম দিকের রোড দিয়ে ঝড়ের বেগে চলে গেল।  

হারুন রশিদ বলেন, এরপর আমি নির্বাক হয়ে ফুটপাতে বসে রইলাম। অনেক গাড়ি যাচ্ছিল। কিন্তু হাত নাড়া সত্ত্বেও থামছিল না। পরে একটি বাইক থামে। ঘটনা খুলে বললে তিনি আমাকে পৌঁছে দেন।

প্রসঙ্গত, দেশের নাট্যাঙ্গনে এক নামে পরিচিত হারুন রশিদ। সবাই তাকে বান্টি ভাই বলেই অভিহিত করেন। তবে তার পুরো নাম হারুন রশীদ বান্টি। ২০১৪ সালে আশিকুর রহমানের ‘মুসাফির’ সিনেমায় অভিনয় করার পর থেকে তিনি বান্টি নামেই পরিচিত হতে লাগলেন। এই সিনেমাতে অভিনয়ই তার জীবনের প্রথম অভিনয়। এরপর আরও বেশ কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন তিনি।  

বর্তমানে নাটকে নিয়মিত অভিনয় করেছেন হারুর রশিদ। বেশকিছু বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। অভিনয়ে দিন দিন ব্যস্ত হয়ে উঠার কারণে ২০২০ সালে চাকুরি ছেড়ে পুরোদমে অভিনয়েই ব্যস্ত হয়ে উঠেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • ধর্ষণচেষ্টার ঘটনায় সালিস বসালেন বিএনপি নেতা
  • মেজাজ হারালেন শান্ত, বড় হারে আবাহনীর শুরু
  • মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগ করব না: কাঠগড়ায় কামাল মজুমদার
  • আমি মৃত্যুর আগ পর্যন্ত আর আ.লীগের রাজনীতি করব না: কাঠগড়ায় কামাল মজুমদার
  • শেয়ারের মূল্যবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই: এস আলম কোল্ড রোলড স্টিলস
  • সোসিয়েদাদকে উড়িয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
  • বিজয়ের সঙ্গে প্রিয়াঙ্কার রসায়ন, যা বললেন মধু চোপড়া
  • উচ্চশিক্ষায় বেছে নিতে পারেন ডেনমার্ক
  • কিউইদের ২৫০ রানের লক্ষ্য দিল ভারত  
  • ছিনতাইকারীর কবলে অভিনেতা, দিলেন ঘটনার বিবরণ