না.গঞ্জে জমে উঠেছে মোটর সাইকেল গ্যারেজ ও পার্টস দোকান মালিক সমিতি নির্বাচন
Published: 26th, January 2025 GMT
নারায়ণগঞ্জে জমে উঠেছে জেলা মোটর সাইকেল গ্যারেজ মালিক ও স্পেয়ার পার্টস দোকান মালিক সমিতির (২০২৫-২০২৭) নির্বাচন।
এ উপলক্ষে প্রতিদিনই ভোটারদের দোকানে গিয়ে কুশল বিনিময় করছেন প্রার্থীরা। সবকিছু ঠিক থাকলে আগমী ২৯ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ইব্রাহীম শেখ, সহকারী নির্বাচন কমিশনার আইয়ূব, আলমগীর কবির রনি, মেহেদী হাসান, শামসুল হক। ওই দিন বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাসদাইর এলাকাস্থ অক্টো অফিস বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ নির্বাচনের ভোট গ্রহন চলবে।
১১টি পদের মধ্যে শুধুমাত্র ৫টি পদে ভোটের যুদ্ধে লড়াই করবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন মোট ১১জন প্রার্থী। সমিতির মোট ভোটার সংখ্যা রয়েছে ১৪০ জন।
এ নির্বাচনে সভাপতি হিসেবে প্রার্থী হয়েছেন রাতুল মটরসের চেয়ারম্যান শেখ মো.
তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন মো. রতন মুন্সি, প্রতীক হেডলাইট। সাধারণ সম্পাদক পদে মনির মটরসের স্বত্তাধিকারী মনির হোসেন, টু্ল বক্স প্রতীকে তার সাথে প্রতিদ্বন্দ্বী করছেন বিসমিল্লাহ অটো পার্টসের স্বত্তাধিকারী মেহদেী হাসান, সহ সাধারণ সম্পাদক পদে ইব্রাহীম মটরসের স্বত্তাধিকারী মো. মোহন শেখ, প্রতীক প্লাগ। প্রতিদ্বন্দ্বী তনয় ঘোষ, তার প্রতীক ডালি।
সাংগঠনিক সম্পাদক পদে খাঁন এন্ড সিয়াম মটরসের স্বত্তাধিকারী মো. শাহিন শেখ, তার প্রতীক চেইন। অপর প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন, ন্যাশনাল সিট কভারের স্বত্তাধিকারী মো. সম্রাট, প্রতীক সিট। তার প্রতিদ্বন্দ্বী সাদেক, প্রতীক পিস্টন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ কর ছ ন
এছাড়াও পড়ুন:
ট্রফি নিতে নাজমুলকে এগিয়ে দিলেন তামিম
উদ্যাপনের চেনা দৃশ্য, চেনা মুখ। এক বছরে কত কিছু বদলেছে। বদলায়নি কেবল বিপিএলের ফাইনাল শেষের গল্প। একই জার্সির ক্রিকেটাররা এবারও ‘ভিক্টোরি ল্যাপ’ দিয়েছেন, তাঁদের সঙ্গে পরিবার থেকেছে আগের মতোই।
বদলেছে কেবল একটি বিষয়ই, তামিম ইকবাল অধিনায়ক হয়েও ট্রফিটা নেননি, এগিয়ে দিয়েছেন শেষের দিকে একাদশে সুযোগ না পাওয়া নাজমুল হোসেনকে। দৃশ্যটা বুঝিয়ে দিয়েছে, কেন ফরচুন বরিশাল আরও একবার চ্যাম্পিয়ন।
এর আগে হয়েছে ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালের ‘বিদায়’ অনুষ্ঠান। আন্তর্জাতিক ক্রিকেটকে ফেসবুক স্ট্যাটাসে বিদায় বলে দেওয়া তামিমের জন্য তৈরি করা হয়েছিল ভিডিও। লর্ডস, ভাঙা হাতে নেমে পড়া কিংবা ডাউন দ্য উইকেট—সবই এসেছে ওই ভিডিওতে। স্ত্রী আয়েশা সিদ্দিকাকে সঙ্গে নিয়ে ছলছল চোখে ওই দৃশ্য দেখেছেন তামিম।
টানা দ্বিতীয়বারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল