পঞ্চগড় জেলা ও দায়রা জজ গোলাম ফারুক এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডলসহ চার বিচারকের অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আল্টিমেটামের চার দিনেও দাবি বাস্তবায়ন না হওয়ায় আদালতের ফটকে তালা ঝুলিয়ে সড়ক অবরোধের পর আদালত চত্বর উত্তপ্ত করে তুলেছে আন্দোলনকারীরা। 

রবিবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের নেতাকর্মীরা। 

এদিন সন্ধ্যার আগ পর্যন্ত আন্দোলন আদালত চত্বরের বাইরে চলছিল। তবে দাবি পূরণ না হওয়ায় সন্ধ্যার পর আদালত চত্বরে প্রবেশ করে আন্দোলনকারীরা। এসময় বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে পড়ে আদালত চত্বর। এতে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ পড়ে। সন্ধ্যার আগে শিক্ষার্থীরেই আন্দোলন চালাচ্ছিলেন, সন্ধ্যার পর অভিভাকরাও যোগ দেন এই কর্মসূচিতে।

এর আগে, গত বুধবার (২২ জানুয়ারি) এক বিক্ষোভ মিছিল কর্মসূচি থেকে ওই আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তারা সেদিন জজ আদালত ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী নিয়োগে অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং বিচারকদের মধ্যে এখনো ফ্যাসিস্ট আওয়ামী প্রীতি মনোভাব বিরাজমান রয়েছে বলে অভিযোগ তোলেন। পুরো আন্দোলনে নেতৃত্ব দেন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সান। 

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে অপসারণের সিদ্ধান্ত না আসা পর্যন্ত মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছে ছাত্রজনতা।

আন্দোলনকারীরা জানান, সম্প্রতি জেলা জজ আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিয়োগ পরীক্ষা হয়। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিয়োগ পরীক্ষায় ব্যাপক অনিয়ম হওয়ায় পরীক্ষাকেন্দ্রেই হট্টগোল শুরু হয়। পরীক্ষার্থীদের বৃহৎ অংশই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি তোলেন। 

পরে নিয়োগ বোর্ড সেই পরীক্ষা বাতিল করে। পরবর্তীতে আবারও পরীক্ষা হয়। সেই পরীক্ষাতেও অনিয়মের অভিযোগ ওঠে। নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সাধারণ পরীক্ষার্থীদের পক্ষে নিয়োগ বোর্ডের সঙ্গে সমন্বয়করা কথা বলেন। জেলা জজ গোলাম ফারুক এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল সমন্বয়কদের দাবির কোনো তোয়াক্কা না করেই নিজেদের নির্ধারণ করা ব্যক্তিদের নিয়োগ প্রদানের পাঁয়তারা করেন। এতে ঘুষ বাণিজ্যের অভিযোগ তোলা হয়।

সমন্বয়ক ফজলে রাব্বী বলেন, “দুপুর থেকে আন্দোলন করছি, কেউ আমাদের কোন আশ্বস্ত করেনি। এখন বাধ্য হয়ে এই পর্যন্ত আসছি। তাদের অপসারণ না হওয়া পর্যন্ত কোন আপস নেই।”

ঢাকা/নাঈম/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পর ক ষ

এছাড়াও পড়ুন:

রাশিয়া-ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে। মস্কো সফরে গিয়ে গতকাল শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ বৈঠক করার কয়েক ঘণ্টা পর ট্রাম্প এমন মন্তব্য করলেন।

এ বিষয়ে ট্রাম্প বলেন, আলোচনা করার জন্য আজ বেশ ‘ভালো একটি দিন’। ক্রেমলিনের পক্ষ থেকে এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করা হয়েছে। যদিও আলোচনায় ইউক্রেনের কেউ উপস্থিত ছিলেন না।

ট্রাম্প এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, চুক্তির প্রধান পয়েন্টগুলোর বেশির ভাগ নিয়ে একমত হওয়া গেছে। তিনি রাশিয়া ও ইউক্রেনকে ‘খুবই উচ্চপর্যায়ের’ বৈঠক করার এবং ‘চুক্তি সই করার’ তাগিদ দিয়েছেন।

গতকাল এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, নিঃশর্তভাবে যুদ্ধবিরতি মেনে নিতে রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করা দরকার।

এর আগে দিনের শুরুতে জেলেনস্কি বিবিসিকে বলেছিলেন, ‘পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ হলে কিয়েভ আর মস্কোর মধ্যে ভূখণ্ডের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদনগুলোয় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে রাশিয়ার অধিগ্রহণ করা ভূমির বড় অংশ ইউক্রেন ছেড়ে দিতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনরাশিয়ায় ট্রাম্পের দূত, দেখা করেছেন পুতিনের সঙ্গে১১ ঘণ্টা আগে

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছে ট্রাম্প সাংবাদিকদের সামনে এসব কথা বলেন। শনিবার ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া হবে।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ক্রিমিয়ায় রুশ নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে তাঁর সমর্থন রয়েছে। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় মস্কো। ক্রিমিয়া নিয়ে ট্রাম্পের এমন ধারণা খারিজ করে দিয়েছেন জেলেনস্কি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণোদ্যমে যুদ্ধ শুরু করে রুশবাহিনী। বর্তমানে ইউক্রেনের মোট ভূখণ্ডের ২০ শতাংশ মস্কোর দখলে রয়েছে।

আরও পড়ুনপুতিনকে ‘থামতে’ বললেন ট্রাম্প২৪ এপ্রিল ২০২৫

এদিকে তিন বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধ বন্ধে উচ্চপর্যায়ের আলোচনার জন্য গতকাল রাশিয়ায় যান ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ বছর এবার নিয়ে চতুর্থ দফায় রাশিয়ায় গেলেন তিনি।

ঘণ্টা তিনেকের আলোচনাকে ‘বেশ কার্যকর’ বলে মন্তব্য করেছেন পুতিনের সহযোগী উষাকভ। তিনি বলেন, ‘বিশেষ করে ইউক্রেন সংকটের বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সরাসরি আলোচনা আবারও শুরু করার সম্ভাবনা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে।’

আরও পড়ুনজেলেনস্কিকে ট্রাম্পের দোষারোপের পরপরই কিয়েভে রাশিয়ার হামলা, নিহত ৯২৪ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ