হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলের পক্ষে ব্যাপক প্রচারনা
Published: 26th, January 2025 GMT
বদু প্যানেল এগিয়ে চলো,আমরা আছি তোমাদের সাথে’ এই শ্লোগান নিয়ে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকগণ আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের নিকট ভোট চেয়েছেন।
রবিবার ( ২৬ জানুয়ারী) সকালে শহরের নয়ামাটি এলাকার বিভিন্ন হোসিয়ারী মার্কেট এর দোকান গুলেতে ব্যাবসায়ীরা বদু প্যানেলের পক্ষে এ প্রচার-প্রচারণা চালান।
এ সময় নয়ামাটি এলাকার বিভিন্ন হোসিয়ারী দোকানের মালিকরা জানান, আপনারা জানেন আগমী ৩ ফেব্রয়ারী বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারনা করছি।
আমরা মনে করি এই প্যানেলের যারা প্রার্থী হয়েছেন সকলেই যোগ্য ব্যাক্তি। আমাদের দৃঢ় বিশ্বাস এই প্যানেলটি নির্বাচিত হলে বিগত আমলে কুক্ষিগত হওয়া আমাদের এই হোসিয়ারী পল্লীটি পূণরায় স্বাভাবিক ভাবেই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আসন্ন নির্বাচনে এই বদু প্যানেলের বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, নয়ামাটি এলাকার জয় প্রডাক্টস হোসিয়ারী এর মালিক কার্তিক, মুন হোসিয়ারী মালিক নবীন, পথের সেতু ধেনু সরকার, মায়ের দোয়ার মনির হোসেন, আর, এস এর দুলাল, মুন্নী হোসিয়ারীর সাদেকুর রহমান, মদিনা ট্রেডার্সের মো: জাহাঙ্গীর আলম, স্বন্ন সিড়ির বাহার, শোভা হোসিয়ারী রিপন পোদ্দার, মো: ফারুক, রাব্বানী,মিরাজ মুন্সি, মোতালেব, সুভাষ বাবু সহ অত্র মার্কেটের অন্যান ব্যাবসায়ী বৃন্দ।
প্রসঙ্গত, আগামী ১৮ জানুয়ারি প্রার্থীদের ক্রমিক নম্বরসহ তালিকা প্রকাশ করা হয় এবং ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মঙ্গল গ্রহ লাল কেন
দূর থেকে মঙ্গল গ্রহকে একটি বিশাল লোহার লাল বলের মতো মনে হয়। মঙ্গল গ্রহের লাল রঙের রহস্য জানতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে মঙ্গল গ্রহের রং লাল কেন, তা নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহের পৃষ্ঠে থাকা পানিতে নানা ধরনের খনিজ ছিল। পানিতে থাকা আয়রন খনিজ ফেরিহাইড্রাইটের কারণে মঙ্গল গ্রহে লাল ধূলিকণা তৈরি হতে পারে। এর ফলে মঙ্গল গ্রহের রং লাল দেখা যায়।
যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অ্যাডাম ভ্যালান্টিনাস জানিয়েছেন, মঙ্গল গ্রহ কেন লাল রঙের, এমন একটি মৌলিক প্রশ্ন শত শত বছর ধরে করা হচ্ছে। নতুন গবেষণায় দেখা গেছে, সেখানে ফেরিহাইড্রাইট ধূলিকণা সর্বত্র রয়েছে। সম্ভবত বিভিন্ন শিলার গঠনেও এই উপাদান রয়েছে। নতুন গবেষণার তথ্যমতে, মঙ্গল গ্রহ অতীতে বাসযোগ্য ছিল।
বিজ্ঞানীরা নতুন তথ্য জানতে একাধিক মঙ্গল মিশনের তথ্য বিশ্লেষণ করেছেন। এ বিষয়ে বিজ্ঞানী অ্যাডাম ভ্যালান্টিনাস বলেন, ‘আমরা প্রাচীন মঙ্গলের জলবায়ু সম্পর্কে জানতে চাই। মঙ্গলের বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাই। মঙ্গল গ্রহের বাতাসের মাধ্যমে খনিজসমৃদ্ধ ধূলিকণা সর্বত্র ছড়িয়ে পড়ছে বলে গ্রহের আইকনিক লাল চেহারা তৈরি হয়েছে।’
বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল গ্রহে অতীতে শীতল কিন্তু আর্দ্র ও সম্ভাব্য বাসযোগ্য জলবায়ু ছিল। মঙ্গল গ্রহের বর্তমান বায়ুমণ্ডল ঠান্ডা ও পাতলা হওয়ার কারণে তরল পানি ধারণ করার উপযোগী নয়। দীর্ঘ সময় ধরে এমন বায়ুমণ্ডল দেখা যাচ্ছে মঙ্গল গ্রহে।
সূত্র: নাসা