বড় কেলেঙ্কারিতে নাম লিখিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিশ্বজুড়ে ধনী সংস্থা হিসেবে পরিচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দুর্বল ফ্র্যাঞ্চাইজি বাছার কারণে বোর্ডের সঙ্গে দেশের ভাবমূর্তিতেও কালিমালেপন করলো দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। 

বরাবরের মতো এবারও বিপিএলকে পিছু ছাড়েনি বিতর্ক। কিন্তু এবার আগের দশ আসরকেও ছাড়িয়ে গেল। দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা রোববার (২৬ জানুয়ারি) রংপুরের বিপক্ষে ম্যাচ বয়কট করেন। বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো এমন নজিরবিহীন ঘটনা ঘটে।

বিসিবি শেষ পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছিল ক্রিকেটারদের খেলানোর জন্য। বিপিএল ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও বিসিবি পরিচালক মনজুর আলম চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত। রাজশাহীর মালিক শফিক রহমান ও তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে টাকার ব্যবস্থা হয়েছিল। কিন্তু ততক্ষণে বড্ড দেরি। 

আরো পড়ুন:

বিপিএল: খেলার চেয়ে ‘ধুলা’ বেশি

বিদেশি ছাড়া ব্যাটিংয়ে ধুকল রাজশাহী, পেল মামুলি সংগ্রহ

মনজুর আলমের সঙ্গে রাইজিংবিডি ডটকমের এই বিষয়ে যখন কথা হয় তখন তিনি ছিলেন বিমানবন্দরে। যাচ্ছিলেন চট্টগ্রামে। মুঠোফোনে নজিরবীহীন এই মুহুর্তটির বর্ণনা দিয়েছেন মনজুর।  

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে শেষ পর্যন্ত চেষ্টা করেছি। মালিকের এক বন্ধু ছিল আমার পরিচিত। সে টাকা দিতে রাজি হয়েছিল। টাকার ব্যবস্থা হয়েছে। বাইক দিয়ে ক্রিকেটারদের আনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু হোটেল রুমের দরজা খোলেননি কোনো ক্রিকেটার। ততক্ষণে টিম ঘোষণা হয়ে যায়। আর কিছু করার ছিল না।”

“মালিককে আমি বলেছি তোমার সব যাবে। ব্যবস্থা করো। তার কোনো কমিটমেন্ট ঠিক ছিল না। চট্টগ্রামেও আমি ক্রিকেটারদের রাজি করিয়েছিলাম। এবার আর সম্ভব হয়নি”-আরও যোগ করেন মনজুর আলম।

এর আগে গতকাল বোর্ড মিটিংয়ে বিসিবি সিদ্ধান্ত নিয়েছিল ৪৮ ঘন্টার মধ্যে পাওনা-দেওনা ইস্যুর সমাধান করা হবে। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই সবকিছু উলটপালট হয়ে যায়। এর আগে চট্টগ্রাম পর্বে যখন রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বাতিল করে তখন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ ছুটে যান। মনজুর আলমসহ সামাল দেন পরিস্থিতি।

ফারুক এবার বলেছেন আর কোনো ছাড় নয়। মনজুর আলমের ভাষ্য, “প্রেসিডেন্ট পুরো সময়টা ছিলেন। তিনি খুব কঠোর প্রতিক্রিয়া দিয়েছেন আমাদের। বলেছেন, ‘অনেক হয়েছে, আর না।’ এটার সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত। বিসিবি সর্বোচ্চ ব্যবস্থা নেবে। কঠোর ব্যবস্থা।”

শুধু ক্রিকেটারদের পাওনা নয়, চট্টগ্রামে হোটেল বিল নিয়েও গড়িমসি করেন রাজশাহীর মালিক। পরে সর্বোচ্চ ছাড় ও কম বিলে পরিশোধ করেন চট্টগ্রাম থেকে দল আসার একদিন পর। আজ আবার ম্যাচ ডে’তে ঢাকায় হোটেল পরিবর্তন করেন তারা। 

বিদেশিদের সঙ্গে দেশিরাও হুঁমকি দিয়েছিল। পরে তড়িঘড়ি  দেশিদের দেওয়া হয় আরও ২৫ শতাংশ টাকা। যেটির ঘোষণা এনামুল হক বিজয় ফেসবুকে দিয়েছেন।

এদিকে রাইজিংবিডিকে ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানিয়েছে বিদেশিরা চুক্তির টাকা পুরো বুঝে নিতে চাইছেন। এটি না হলে তারা মাঠে নামবেন না আর। সেক্ষেত্রে বিসিবিকে টাকা পরিশোধ তো করতেই হবে সঙ্গে দেশ ও বোর্ডের ভাবমূর্তিতে বড় দাগ লেগে যাবে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ফি হিসেবে দিতে হয় দেড় কোটি টাকা। এটি বিপিএলের অংশগ্রহণ ফি। এ ছাড়া গ্যারান্টি মানি দিতে হয় ৮ কোটি টাকা। এবার দফায় দফায় কমিয়ে ৩ কোটিতে আনা হলেও সেটি দিতে পারেনি রাজশাহী। পরবর্তীতে বিসিবি প্রেসিডেন্ট ফারুক ৬৮ লাখ টাকা গ্যারান্টি নেন।

বাইলজ অনুযায়ী সর্বনিম্ন দুজন বিদেশি ক্রিকেটারকে খেলাতেই হবে প্রতি ম্যাচে। আর সর্বোচ্চ চারজন খেলান যাবে। তবে বিশেষ ব্যবস্থায় সেটি পরিবর্তনের নিয়মও রেখেছে বিপিএল কর্তৃপক্ষ। রাজশাহীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশি ছাড়াই রাজশাহীকে বিপিএলে ম্যাচ খেলার অনুমতি দিয়েছে টেকনিক্যাল কমিটি।

পরবর্তীতে সেটি ব্যাখ্যা দিয়ে স্পষ্ট করে বিসিবি। এক বিবৃতিতে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, রাজশাহীর অনুরোধ বিবেচনা করার পর বিপিএল ২০২৪-২৫ এর ম্যাচ খেলার শর্তাবলির ধারা ১.

২.৮ অনুযায়ী, টেকনিক্যাল কমিটি এই ম্যাচের জন্য দুর্বার রাজশাহীকে শুধু বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে দল গঠনের অনুমতি দিয়েছে। 

ঢাকা/রিয়াদ/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল র ব যবস থ ব প এল

এছাড়াও পড়ুন:

খুলনায় আ.লীগের মিছিলকারীদের গ্রেপ্তার দাবি এনসিপির

খুলনায় বিভিন্নস্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনার নেতারা। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। 

রবিবার ( ২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি খুলনার নেতা আহম্মদ হামীম রাহাত ও ডা. আব্দুল্লাহ চৌধুরী।

আরো পড়ুন:

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশ

বরগুনায় শ্রমিক লীগ নেতা ৯ মামলায় গ্রেপ্তার 

লিখিত বক্তব্যে বলা হয়, ‘‘সম্প্রতি খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, গণহত্যায় অভিযুক্ত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ প্রকাশ্যে মিছিল করেছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হাতে প্রায় দুই হাজার নাগরিককে হত্যার রক্ত লেগে আছে ও হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে খুনি হাসিনা ও আওয়ামী লীগকে বিতাড়িত করার ৮ মাসের মধ্যে এই সন্ত্রাসী সংগঠনের দেশব্যাপী সিরিজ কর্মসূচি জুলাই-পরবর্তী বাংলাদেশের অস্তিত্বে বারবার আঘাত হানার অপচেষ্টা। ছাত্রজনতা এই অপচেষ্টা এবার কঠোরভাবে প্রতিহত করবে।’’

সম্মেলনে আরো বলা হয়, ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্রজনতা রাজপথে অবস্থানকালে এই সন্ত্রাসীরা প্রকাশ্যে রাস্তায় নামতে সাহস পায়নি। কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে ছাত্রজনতা নিজ কাজে ফিরে যাওয়ার পর দেশবাসী প্রায়শই এমন অরাজকতার শিকার হয়েছে। 

আরো বলা হয়, ‘‘৮ মাস পূর্বে খুলনা শহরের যে জিরো পয়েন্টে ছাত্ররা রক্ত দিয়েছে, জুলাই অভ্যুত্থানের শহিদ মীর মুগ্ধের তোরণের সন্নিকটে পরাজিত শক্তির এমন আস্ফালন আমাদের পীড়া দেয়। প্রশাসনের এই নির্লিপ্ততা ও নিষ্ক্রিয়তা প্রশ্নবিদ্ধ ও নিন্দনীয়। এটি শুধু স্থানীয় প্রশাসনের ব্যর্থতা নয়, বরং গোটা রাষ্ট্রব্যবস্থায় নিয়োজিত প্রশাসনের দুর্বলতার প্রতিফলন।’’ 

লিখিত বক্তব্যে আরো বলা হয় দেশের সকল গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তির প্রতি মতপার্থক্য ভুলে জাতির বৃহত্তর স্বার্থে এই অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত অবস্থান গড়ে তোলার আহ্বান জানানো হয়।  

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে দিয়ে এনসিপি নেতারা বলেন, অতি দ্রুত এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে উদ্যোগ না নেওয়া হলে তীব্র আন্দোলনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিন। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • গুম হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ, বিচার সর্বোচ্চ অগ্রাধিকার: আইন উপদেষ্টা
  • বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবির প্রশাসন ভবনে তালা
  • তালিকায় ১ হাজার ৪১৫ নদী, এবার কি বাঁচবে
  • ভ্যাটিকানের অন্তর্বর্তী প্রধান কেভিন ফ্যারেল সম্পর্কে যা জানা যাচ্ছে
  • যুক্তরাষ্ট্র-ইরান পরবর্তী বৈঠক মাসকটে
  • আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাস 
  • বাংলার অজানা স্বর্ণমুদ্রার খোঁজ
  • বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর
  • মামলায় আটকে আছে ইকোপার্ক
  • খুলনায় আ.লীগের মিছিলকারীদের গ্রেপ্তার দাবি এনসিপির