বিচ্ছেদের পরও সিঁদুর পরে চর্চায় শুভশ্রীর বোন, তৃতীয় বিয়ের জল্পনা
Published: 26th, January 2025 GMT
পরনে সবুজ রঙের ভারী কাঞ্জিভরম শাড়ি। গলায় সোনালি রঙের নেকলেস। কপালে টিপ, সিঁথিতে শোভা পাচ্ছে সিঁদুর। এমন সাজে পাওয়া গেল ভারতীয় বাংলা সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলির বোন অভিনেত্রী দেবশ্রী গাঙ্গুলিকে।
দেবশ্রী গাঙ্গুলি বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিগুলো দেখে অনেকে তার রূপের প্রশংসা করছেন। কিন্তু বিপত্তি ঘটেছে দেবশ্রীর সিঁথির সিঁদুর নিয়ে। কারণ বেশ আগে এ অভিনেত্রীর দ্বিতীয় সংসারে বিচ্ছেদ ঘটেছে। তাই প্রশ্ন উঠেছে, তৃতীয়বারের মতো কি বিয়ে করলেন এই অভিনেত্রী?
দেবশ্রীর তৃতীয় বিয়ের আলোচনা নিয়ে যখন ব্যস্ত নেটিজেনরা, তখন নীরবতা ভাঙলেন তিনি। ভারতীয় একটি গণমাধ্যমে দেবশ্রী বলেন, “মল্লিকার (বান্ধবী) বিয়েতে সিঁদুরে পরে যাওয়ার পর থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছি। আসলে খানিকটা বিরক্ত আমি। সে দিন আমি যে শাড়িটা পরেছিলাম, যেমন সাজগোজ করেছিলাম তার সঙ্গে সিঁদুরটা মানানসই। সেটা না পরলে সাজটাই অসম্পূর্ণ মনে হচ্ছিল, তাই পরেছিলাম।”
আরো পড়ুন:
যে তারকারা পাচ্ছেন পদ্ম পুরস্কার
‘আমার কাছে বিয়েটা ভীষণ আনন্দদায়ক, মজার আর ফুলফিলিং’
সংসার ভাঙার পরও সিঁদুর পরার যুক্তি ব্যাখ্যা করে দেবশ্রী গাঙ্গুলি বলেন, “আমি তো বিবাহবিচ্ছিন্না, বিধবা নই। আমার সন্তানের বাবা এখন বেঁচে আছেন। তাই আমি সিঁদুর পরতেই পারি। আর সিঁদুর পরার জন্য এত কিছু ভাবার দরকার সত্যিই আছে কি? আমি এমন কিছু করছি না, যার জন্য সমাজের ক্ষতি হচ্ছে।”
২০২১ সালের এপ্রিলে সহকর্মী অমিত ভাটিয়ার সঙ্গে ঘর বাঁধেন দেবশ্রী। এটি তার দ্বিতীয় বিয়ে। বিয়ের দশদিন পরই নানাভাবে দেবশ্রীকে অত্যাচার শুরু করেন অমিত ভাটিয়া; যা পরবর্তীতে মামলা পর্যন্ত গড়ায়। সর্বশেষ বিচ্ছেদের মাধ্যমে আলাদা হয়ে যান তারা।
এর আগেও দেবশ্রীর তৃতীয় বিয়ে নিয়ে নানা জল্পনা চাউর হয়েছিল। সত্যি কি তার জীবনে নতুন কেউ এসেছে? ফের বিয়ে করার বিষয়েই বা ভাবছেন? এ প্রশ্নের উত্তরে দেবশ্রী বলেন, “এমন কোনো বিষয় নেই, আপাতত বিয়ের কথাও ভাবছি না।”
‘জল থই থই ভালোবাসা’ সিরিয়ালে অপরাজিতা আঢ্যর বোনের চরিত্রে অভিনয় করেন দেবশ্রী। তা ছাড়া ‘ফাটাফাটি’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র দ র পর
এছাড়াও পড়ুন:
সরকারিভাবে ৩০০ নারী কর্মী নেবে জর্ডান, আসা-যাওয়ার বিমানভাড়াও মিলবে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে জর্ডানের তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী পোশাককর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মীদের বিনা মূল্যে থাকা, খাওয়া ও চিকিৎসার সুবিধা দেওয়া হবে। কর্মীদের আসা-যাওয়ার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নারী মেশিন অপারেটর পদে ৩০০ জন নারী কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্লেইন মেশিন ও ওভারলক মেশিন পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক মূল বেতন ২১ হাজার ৩১১ টাকা।
চাকরির শর্তদৈনিক আট ঘণ্টা ডিউটি, সপ্তাহে ছয় দিন। ওভারটাইম রয়েছে। চাকরির চুক্তি তিন বছর, তবে নবায়নযোগ্য। নিয়োগকর্তা থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের খরচ দেবেন। চাকরিতে যোগদানের বিমানভাড়া ও তিন বছর সন্তোষজনকভাবে চাকরি শেষে দেশে ফেরত আসার বিমানভাড়া নিয়োগকর্তা দেবেন। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাঁদের বিরুদ্ধে বাংলাদেশে বা জর্ডানে কোনো মামলা আছে, তাঁরা নিয়োগের অযোগ্য হবেন। একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে হবে। প্রত্যেক কর্মীকে ন্যূনতম দুটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে। যাঁরা আগে জর্ডান থেকে এসেছেন, তাঁদের আবেদনের প্রয়োজন নেই, শুধু তাস্কার কোম্পানিতে ছিলেন, তাঁরাই পুনরায় আবেদন করে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুনবিডার সংশোধিত নিয়োগে পদ বেড়ে ১০৮, আবেদন শুরু ৪ মার্চ০৩ মার্চ ২০২৫বোয়েসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচনির্বাচিত নারী মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ ১ হাজার টাকা, ফিঙ্গার প্রিন্ট বাবদ ২২০ টাকা এবং বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ ২৩ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক, মগবাজার শাখায় “বোয়েসেল, ঢাকা” নামে পে-অর্ডার করে বোয়েসেল অফিসে জমা দিতে হবে। বোয়েসেলের সার্ভিস চার্জ বাবদ ২৩ হাজার ৫০০ টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান যাওয়ার তিন মাস পর কর্মীকে দেওয়া হবে। এই টাকা ছাড়া অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই।
সাক্ষাৎকারের সময় যা আনতে হবেচার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের চার সেট রঙিন ও চার সেট সাদাকালো ফটোকপি, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে।
সাক্ষাৎকারের স্থান ও তারিখআগ্রহী প্রার্থীদের ৭ মার্চ সকাল আটটায় সাক্ষাৎকার দিতে মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকায় উপস্থিত থাকতে হবে। এ-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০২-৪৮৩১৯১২৫ ও ০২-৪৮৩১৭৫১৫ টেলিফোন নম্বরে ও প্রবাস বন্ধু কলসেন্টার ১৬১৩৫-এ যোগাযোগ করা যেতে পারে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আরও পড়ুনস্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ৬৬ পদে পুনর্নিয়োগে বিজ্ঞপ্তি৬ ঘণ্টা আগেঅনলাইনে আবেদনপ্রার্থীদের জীবনবৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নেই। অনলাইনে আবেদন করা যাবে এই লিংকের মাধ্যমে। অনলাইনে আবেদন ইন্টারভিউ প্রদানের নিশ্চয়তা বহন করে, তবে চাকরি প্রাপ্তির নিশ্চয়তা নয়। চাকরির জন্য অবশ্যই আপনাকে ট্রেড টেস্ট/ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১০০ টাকা আবেদন ফি দিতে হবে। বোয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই। বোয়েসেল কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুনকারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ, সংশোধিত পদ ৭৫১০১ মার্চ ২০২৫