অবৈধ সম্পদ অর্জ‌নের অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন রবিবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানান।

তি‌নি বলেন, “জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. ফরিদুল হক খানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদ আচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অসাধু উপায়ে আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১১টি ব্যাংক হিসাবে মোট ৫২ কোটি ৪৬ লাখ ৫০ হাজার ৩৬৩ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।”

আরো পড়ুন:

লায়লা কানিজের রিমান্ড শুনানিতে মুন্নী সাহা প্রসঙ্গ

পুতু‌লের বিরু‌দ্ধে অনিয়মের অভিযোগ, দুদ‌কের শঙ্কা

দুদক মহাপরিচালক বলেন, “আসামি ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করেছেন। আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।”

দ্বিতীয় মামলার আসা‌মি ফরিদুল হক খানের স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে এক কোটি ২ লাখ ৩৫ হাজার ২৩৮ টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আওয় ম ল গ

এছাড়াও পড়ুন:

হেফাজত নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার হচ্ছে

হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে করা ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি জানান, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে  মামলার তালিকা দিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে উপদেষ্টা বলেন, ‘ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘উনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’

সম্পর্কিত নিবন্ধ