গভীর রাতে মাদরাসায় আগুন দিল দুর্বৃত্তরা
Published: 26th, January 2025 GMT
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতি বাজার জেবিএম মডেল মহিলা দাখিল মাদরাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হালিম দুলালের। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
মাদরাসাটির পরিচালক বলেন, ‘শনিবার সকালে এসে মাদরাসায় দেখতে পাই অফিসের নথিপত্র ও আসবাবপত্র আগুনে গেছে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি জানাই। আগুনের ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি দুঃখ প্রকাশ করে দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) আশ্রাফ আলী বলেন, আগুন লাগার ঘটনায় অভিযোগ দিয়েছেন মাদরাসা পরিচালক। বাদীর অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রকৃত অপরাধীকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সহশিল্পীর বিরুদ্ধে পূজার অভিযোগ
অভিনেত্রী পূজা হেগড়ের মুখে সবসময় তাঁর সহশিল্পীদের কাজের প্রশংসা শোনা যায়। তার ব্যতিক্রম ঘটল এবার। সহশিল্পীর বিরুদ্ধে আনলেন গুরুতর অভিযোগ। দক্ষিণ ভারতীয় এ অভিনেত্রীর দাবি, অভিনেতা বরুণ ধাওয়ান তাঁকে পানিতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
বলিউড তারকা বরুণ ধাওয়ান যখন তাঁর জন্মদিন উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই এ অভিযোগ এনেছেন পূজা; যা শুনে অনেকে চমকে গেছেন। এ অভিযোগ যে নিছক মজার করার জন্য, তা জানিয়ে দিতেও খুব একটা সময় নেননি পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’ ছবির শুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। যেখানে বরুণের সঙ্গে লাইভ জ্যাকেট পরে তাঁকে রাবারের নৌকায় ভাসতে দেখা গেছে; যার একটি ছবিতে দেখা যাচ্ছে, পূজাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করছেন অভিনেতা। তবে দু’জনের হাসিমুখ থেকে বোঝা যায়, ভয়ংকর কোনো কিছু করার উদ্দেশ্য নয়, মজার ছলে এটি করছেন বরুণ। বাকি দুটি ছবিতে অভিনেতা-অভিনেত্রী লাভ ইমোজি তুলে ধরায়, মজা করার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
ছবির ক্যাপশনে পূজা লিখেছেন ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা বরুণ। তোমার এই পাগলামি যেন আমাকে সারাজীবন হাসাতে থাকে!’ পোস্টের এই ক্যাপশন থেকে সত্যি ঘটনাটা বুঝতে সময় লাগেনি নেটিজেনদের; যাদের অনেকে এ জুটির প্রথম সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’-এর সাফল্য কামনাও করেছেন।