বিএনপি নেতাকে বহিষ্কার, ছাত্রদল নেতাকে শোকজ
Published: 26th, January 2025 GMT
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী নগরের মতিহার থানা বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া একই অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ককে কেন বহিষ্কার করা হবে না তার জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শনিবার রাতে রাজশাহী মহানগর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী নগরের মতিহার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো.
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক আহম্মেদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাকে বহিষ্কার করা হবে না তা আগামী সাত কার্যদিবসের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির নিকট লিখিত আকারে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন এই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ছ ত রদল ব এনপ র
এছাড়াও পড়ুন:
ঈদের চতুর্থ দিনেও জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিনেও রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।
সরেজমিন আজ বৃহস্পতিবার দুপুরে দেখা গেছে, চিড়িয়াখানার সামনের সড়কে যানজট। চিড়িয়াখানার প্রধান ফটকের সামনে অনেক মানুষ। চিড়িয়াখানার ভেতরের সড়কগুলোও লোকজনে পূর্ণ। প্রাণী ও পাখির খাঁচাগুলোর সামনে মানুষের জটলা। কোনো কোনো জায়গায় মানুষের জটলা এড়িয়ে প্রাণী, পাখি দেখা বেশ কঠিন হয়ে পড়ে।
উত্তরার ময়নারটেক এলাকা থেকে দুই ভাতিজি, এক ভাতিজা ও ছয় নাতি–নাতনি নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে আসেন ইসমাইল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের গ্রামের বাড়ি নওগাঁ। তবে এবার ঈদে গ্রামের বাড়ি যাননি। কিন্তু ঈদের পর কোথাও ঘুরতে যাননি। তাই আজ সবাই মিলে চিড়িয়াখানায় ঘুরতে এলেন।
চিড়িয়াখানার ভেতর প্রাণীদের দেখতে ভিড় করেন উৎসুক দর্শনার্থীরা