রূপগঞ্জে চাঁদার দাবিতে গোডাউনে ঢুকে শ্রমিকদের মারধর ও লেবার সর্দার খোকনকে অপহরণের ঘটনায় ৬জনের নাম উল্লেখ করে রবিবার রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী কাজী ইমরান হোসাইন। এরআগে শনিবার বেলা ১২টর দিকে রূপগঞ্জ থানাধীন গন্ধকর্ণপুর সাকিনে এই ঘটনা ঘটে। 

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার গন্ধর্ব্বপুর এলাকার আঃ হাফেজ (৪৫) এর নেতৃত্বে   সানাউল্লাহ খান সানু (৪০), রায়হান (৩৫), মতিন (৪৫), রাজু (৩৫), আলামিন (৩০) সহ অজ্ঞাতনামা ৬০/৭০ জন ধারালো অস্ত্রশস্ত্র সহকারে শনিবার বেলা ১২টর দিকে গন্ধকর্ণপুর এলাকায় কাজী ইমরান হোসাইনের পিস গোডাউনের প্রবেশ করে গোডাউনে থাকা ৮/১০ জন লেবারকে মারধর করে জখম করে এবং লেবার সর্দার মো.

খোকনকে অপহরণ করে নিয়ে যায়। 

এ সময় অভিযুক্তরা ওই এলাকায় গোডাউন দিয়া ব্যবসা করতে হলে প্রতিমাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তা না হলে গোডাউনের ব্যবসা বন্ধ করে দিবে বলে  দিবে  হুমকি দেয়। এছাড়াও এ বিষয়ে আইনের আশ্রয় নিলে তারা গোডাউনে আগুন দেয়াসহ  প্রাননাশের হুমকি দেয়। 

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ অপহরণ র পগঞ জ ব যবস

এছাড়াও পড়ুন:

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মিসরাতা শহরে অভিযান চালিয়ে এই বাংলাদেশিদের উদ্ধার করা হয়। আজ বুধবার লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, এই ঘটনায় জড়িত দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে মিসরাতা সিকিউরিটি ডিরেক্টরেটের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, বেশ কয়েকজন বিদেশিকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগে মিসরাতার আল-গিরান থানায় করা অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্ত শুরু করে। তদন্তের মাধ্যমে অপহরণকারী চক্রের অবস্থান চিহ্নিত করে সিআইডি। এরপর সিআইডি সফল অভিযান চালিয়ে জিম্মিদের (অপহৃতদের) মুক্ত করে। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়ার জন্য আল-গিরান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদেরও একই থানায় হস্তান্তর করা হয়েছে।

অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি

সম্পর্কিত নিবন্ধ

  • লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশিকে উদ্ধার
  • লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ২