সিদ্ধিরগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা লুৎফুন নেছা রানু
Published: 26th, January 2025 GMT
গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন বৃদ্ধা লুৎফুন নেছা রানু (৬০)। ২৪ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন তিনি। তার গায়ের রং শ্যামলা বর্ন, উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি।
নিখোঁজের সময় লুৎফুন নেছা রানুর পরনে ছিল এস কালার রং এর বোরখা ও হলুদ রং এর ওরনা। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতেনপাড়া জামে মসজিদের তেরা মার্কেট মোল্লাবাড়ির এলাকার বাসিন্দা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
লুৎফুন নেছা রানুর মেয়ের জামাতা কাউসার আহমেদ প্লাবন জানান, হারিয়ে যাওয়া বৃদ্ধার খোঁজ পেলে নিকটস্থ থানা কিংবা ০১৮-১৯৬৬৬৬৯৩ (মেয়ের জামাতা) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
অজ্ঞান পার্টির খপ্পরে কিশোর, ৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার
ইন্দুরকানীর নিখোঁজ কিশোর সাব্বির হোসেনকে ছয় দিন পর ঢাকার নারায়ণগঞ্জের এক রিকশাচালকের বাসায় পাওয়া গেছে। তিন দিন আগে রাস্তায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন ওই রিকশাচালক।
গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে ইন্দুরকানী গ্রামের কৃষক আব্দুল জলিল শেখের ছেলে সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। রাতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে নেমে সেখান থেকে আটো গাড়িতে নারায়ণগঞ্জ যাচ্ছিল। এ সময় অটোতে থাকা অজ্ঞান পার্টির লোকজন তাকে অজ্ঞান করে টাকা, মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গভীর রাতে সাব্বিরকে পরে থাকতে দেখে রিকশাচালক আব্দুর জব্বার তাঁকে তাঁর বাসায় নিয়ে যায়। তিন দিন পর তার জ্ঞান ফেরে। শনিবার বিকেলে সাব্বির ফোন করে তার বাবা-মাকে বিষয়টি জানায়।
সাব্বিরের বাবা জলিল শেখ বলেন, ছেলের খোঁজ না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করি। খুব চিন্তায় ছিলাম। তাকে অজ্ঞান পার্টি ধরেছিল। এক রিকশাচালক ভাই তাকে উদ্ধার করেছে। তাঁর কাছে আমরা কৃতজ্ঞ।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, নিখোঁজ সাব্বিরকে ঢাকায় পাওয়া গেছে বলে তার পরিবার জানিয়েছে।