৭০ জন গলফার নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫’’ গতকাল শনিবার (২৫.০১.২০২৫) শেষ হয়েছে। এ প্রতিযোগিতায় ঘাটাইল সেনানিবাস এলাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পুরুষদের পাশাপাশি নারী গলফাররাও অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টটি আয়োজন করে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাব। আর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এ নিয়ে অষ্টমবারের মতো এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে।

তার আগে সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের অ্যাডভাইজর (স্পোর্টস) এফ.

এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। দুপুরে ১৯ পদাদিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান, এসজিপি, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানে সেনানিবাসের উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও ক্লাবের বেসামরিক সদস্য ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এসএসসিতে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের কারণ অনুসন্ধানের নির্দেশ

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করেও প্রথম দিন থেকেই পরীক্ষায় অংশগ্রহণ না করা শিক্ষার্থীদের বিষয়ে তদন্ত শুরু করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে বোর্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের চিঠি পাঠানো হয়েছে।

গত মঙ্গলবার বোর্ডের পাঠানো এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়, চলমান এসএসসি পরীক্ষায় প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ফরম পূরণকারী পরীক্ষার্থী অনুপস্থিত থাকছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অনুপস্থিতির প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য পদক্ষেপ নিয়েছে বোর্ড।

চিঠিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ২০২৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেও কোনো এক বা একাধিক বিষয়ের পরীক্ষায় অংশ নেয়নি, অথবা প্রথম দিন থেকেই অনুপস্থিত রয়েছে—তাদের সুনির্দিষ্ট তথ্য একটি নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে পাঠাতে হবে। এ তথ্য পাঠানোর জন্য ১৫ কর্মদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, প্রত্যেক অনুপস্থিত পরীক্ষার্থীর জন্য আলাদা করে ফর্ম পূরণ করতে হবে। একজন শিক্ষার্থীর জন্য একাধিক ফর্ম পূরণ করা যাবে না।

অনুপস্থিতির কারণ জানার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী বা তার অভিভাবকের (বাবা/মা/আইনগত অভিভাবক) সঙ্গে সরাসরি সাক্ষাৎ বা ফোনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে হবে।

কোন শিক্ষার্থী অনুপস্থিত, সে তথ্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।

এ বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ সকল প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের প্রতি যথাযথ দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতার সঙ্গে নির্দেশনা পালন করার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, তথ্য প্রেরণের জন্য নির্ধারিত গুগল ফর্মের লিংক: ? https://forms.gle/47kW2ZVKyCX92Lxz8

ঢাকা/হাসান/এনএইচ

সম্পর্কিত নিবন্ধ

  • শুল্কযুদ্ধে কমবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি, প্রভাব পড়বে দেশেও
  • এসএসসিতে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীদের কারণ অনুসন্ধানের নির্দেশ
  • সাবমেরিন ক্যাবলসের ৯ মাসে মুনাফা কমেছে ১৭.৬১ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২২ এপ্রিল ২০২৫)
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮টি কোর্সে সান্ধ্য মাস্টার্স
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বিষয় পছন্দক্রম শুরু, নির্ধারিত মেধাক্রমধারীদের সুযোগ
  • মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ মাসে লোকসান কমেছে ৮.৪৩ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২১ এপ্রিল ২০২৫)
  • মতিন স্পিনিংয়ের ৯ মাসে মুনাফা বেড়েছে ১৩৪.৬১ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (২০ এপ্রিল ২০২৫)